Daily Jalalabadi

  সিলেট     বৃহস্পতিবার, ১০ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৬শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে বাস থেকে রুমান, ফিরোজ গ্রেফতার

admin

প্রকাশ: ১১ মার্চ ২০২৫ | ১২:১৭ অপরাহ্ণ | আপডেট: ১১ মার্চ ২০২৫ | ১২:১৭ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে বাস থেকে রুমান, ফিরোজ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:
সিলেটে ভারতীয় মদসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে, শেরপুর জেলার নকলা থানার চরকামারীপাড় গ্রামের মো. খলিল মিয়ার ছেলে মো. রুমান (২৭), টাঙ্গাইলের মির্জাপুর থানার ভাতকাড়া (হাজী বাড়ী) এলাকার হিরু মিয়ার ছেলে ফিরোজ মিয়া (৩২)। পুলিশ জানায়, রবিবার রাতে শাহপরাণ থানা পুলিশ দাসপাড়া বাজার এলাকায় অভিযান চালায়। এসময় শাহজালাল ট্রাভেলস (ঢাকা মেট্রো-ব-১৪-৬৯৫৯) নামীয় একটি যাত্রীবাহি বাসে তল্লাসী চালিয়ে ২৮ বোতল ভারতীয় তৈরী বিভিন্ন ব্রান্ডের হুইস্কি (মদ) সহ তাদের গ্রেফতার করা হয়।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। এসএমপির ফেসবুক পেইজে দেয়া এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন