
স্টাফ রিপোর্টার:
ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরাইলি বাহিনীর বর্বর হামলার প্রতিবাদে বিয়ানীবাজার পৌরশহরে পৃথক বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় জামায়াতে ইসলামী ও ছাত্র জমিয়তে উলামায়ে ইসলাম। বিয়ানীবাজার পৌরশহরে থাকা সাধারণ মানুষও এসব বিক্ষোভ মিছিলে অংশ নেন।
সোমবার (৭ এপ্রিল) বাদ জোহর বের হওয়া পৃথক মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
জামায়াতে ইসলামীর সমাবেশে বক্তারা বলেন, মুসলিম বিশ্ব আজ বিচ্ছিন্ন। তারা দিনের পর দিন চুপ থাকার কারণে আজ ফিলিস্তিনে মুসলিম ভাই-বোনের প্রাণ ঝরছে। বর্বর ইসরাইল ন্যাক্কারজনকভাবে গণহত্যা চালাচ্ছে। গাজা উপত্যকা আজ মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। ইতিহাস দখলদার ইহুদিবাদী ইসরাইলকে ক্ষমা করবে না। আমরা সবসময় ফিলিস্তিনের মানুষের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকবো। এ সময় উপজেলা জামায়াতের আমীর মাওলানা ফয়জুল ইসলাম, নায়েবে আমীর আবুল খায়ের, সেক্রেটারী কাজী আবুল কাশেম, পৌর আমীর কাজী জমির হোসাইন, উপজেলা সহ-সেক্রেটারী রুকন উদ্দিন, লাউতার চেয়ারম্যান দেলোয়ার হোসেন, জামায়াত নেতা ফয়জুল ইসলাম প্রমুখ।
ছাত্র জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ইসরাইলের সব ধরনের পণ্য ব্যবহার বয়কট করতে হবে। ইসরাইলের দোসরদের চিহ্নিত করে তাদের বয়কট করতে হবে।
এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হক কাসেমী, হেফাজতের উপজেলা আমীর মাওলানা মুফতি আব্দুল ক্বারীম হাক্কানী আল হানাফী, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আলম মামুন, পৌর জমিয়তের সভাতি মাওলানা মুজিবুর রহমান, হাফিজ রুহুল আমীন খান, মাওলানা আব্দুল হামীদ খান, এড. মাওলানা হাবীবুর রহমান, হাফিজ আব্দুল্লাহ, ছাত্র জমিয়তের সভাপতি জাহিদ আহমদ, সাধারণ সম্পাদক অলিউর রহমান প্রমুখ।
এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার