Daily Jalalabadi

  সিলেট     রবিবার, ১৩ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ  | ৩০শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

সিলেটের র‌্যাব ও পুলিশের হাতে গ্রেফতার ৩

admin

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫ | ০১:২৩ অপরাহ্ণ | আপডেট: ০৮ এপ্রিল ২০২৫ | ০১:২৩ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটের র‌্যাব ও পুলিশের হাতে গ্রেফতার ৩

স্টাফ রিপোর্টার:
সিলেটের র‌্যাব ও পুলিশের অভিযানে তিনজন গ্রেফতার হয়েছেন। এর মধ্যে সিলেট মহানগর পুলিশের অভিযানে ২ জন ও র‌্যাবের অভিযানে একজন গ্রেফতার হয়েছেন। আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

পুলিশের হাতে গ্রেফতারকৃতরা হলো- সুনামগঞ্জ জেলার ধর্মপাশা থানার কুরি কাহনিয়া গ্রামের আবদুল সাত্তারের ছেলে ওজিমুল রহমান (৩০) ও সিলেটের জালালাবাদ থানার আখালিয়া নেহারিপাড়ার আবদুল হান্নানের ছেলে মো. রহিম (৪০)।

র‌্যাবের হাতে গ্রেফতার হওয়া ব্যক্তির নাম ফেরদৌস সরকার (২৩)। তিনি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার পারসোনাইডাঙ্গা আদর্শগ্রামের আনোয়ার হোসেনের ছেলে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, রবিবার সকাল সাড়ে ৭টায় সিলেট নগরীর বন্দরবাজারস্থ পোস্ট অফিসের সামনে থেকে ২৫ পিস ইয়াবাসহ ওজিমুল রহমানকে গ্রেফতার করা হয়।

শনিবার দিবাগত রাত ১টা ১০ মিনিটের সময় বন্দরবাজার পেপার পয়েন্ট থেকে ৫৩ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয় মো. রহিমকে।

এদিকে, র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, রবিবার রাত পৌণে ৯টার দিকে সুনামগঞ্জ পৌরশহরের রায়পাড়া এলাকায় অভিযান চালিয়ে গাইবান্ধার হত্যা মামলার আসামী ফেরদৌস সরকারকে গ্রেফতার করা হয়।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন