
জকিগঞ্জ প্রতিনিধি:
সিলেটের জকিগঞ্জে যাত্রী বেশে সিএনজি অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় আন্তঃজেলা ছিনতাই চক্রের সদস্য আব্দুস সালাম (২৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার বিকেলে জকিগঞ্জ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল মোমেন সিলেটের শাহপরাণ থানা এলাকায় অভিযান করে তাকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আব্দুস সালাম বিশ্বনাথ উপজেলার লহরীদশ ঘর গ্রামের মৃত কুটি মিয়ার ছেলে। শনিবার তাকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৩য় আদালত সিলেটে প্রেরণ করা হলে সিএনজি অটোরিকশা ছিনতাইয়ে জড়িত থাকার বিষয়ে আব্দুস সালাম আদালতের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। জবানবন্দি গ্রহণ শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তার বিরুদ্ধে সিলেটের ওসমানীনগর থানায়ও ছিনতাই মামলা রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৩ এপ্রিল রাত সাড়ে ৮ টার দিকে আরিফা এন্ড রেদওয়ান পরিবহন নামের সিএনজি অটোরিকশা গাড়ি জকিগঞ্জ শহর থেকে রিজার্ভ করে কালিগঞ্জ যাবার কথা বলে চারজন যাত্রী গাড়িতে ওঠেন। কসকনকপুর ইউনিয়নের চেকপোস্ট ডরের মোরা এলাকায় পৌঁছার পর গাড়ি চালক ময়নুল হক (৪০) কে হাত-বেধে, মুখে কস্টিপ পেছিয়ে গুরুতর জখম করে সিএনজি অটোরিকশা ছিনতাই করা হয়। এ ঘটনায় থানায় একটি মামলা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা জকিগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল মোমেন জানান, গ্রেফতার আব্দুস সালাম বিজ্ঞ আদালতের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানায়, সিএনজি অটোরিকশা ছিনতাইয়ে মোট চারজন অংশ নিয়েছিলো। ঘটনার সময় স্থানীয়রা টের পেয়ে ধাওয়া করলে সে আত্মরক্ষার্থে নির্জন স্থানে আত্মগোপন করে আর অন্যরা সিএনজি অটোরিকশা নিয়ে সিলেট চলে যায়। পরে অন্যরা তাৎক্ষণিক সিএনজি অটোরিকশা বিক্রি করে ফেলে। অবশ্য তাকে ৬ হাজার টাকা ভাগ দেওয়া হয়। তদন্তকারী কর্মকর্তা আরও জানান, জবানবন্দিতে এ ঘটনায় জড়িত আরো তিনজনের নাম পাওয়া গেছে। তাদেরকে গ্রেফতার করতে ও সিএনজি অটোরিকশা উদ্ধারে তিনি কাজ করে যাচ্ছে।
এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার