Daily Jalalabadi

  সিলেট     মঙ্গলবার, ১৫ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ  | ২রা বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ভাটেরায় ১১ বগি ফেলে বরমচাল গেল কালনী এক্সপ্রেস

admin

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৫ | ০৬:২৬ অপরাহ্ণ | আপডেট: ১৩ এপ্রিল ২০২৫ | ০৬:২৬ অপরাহ্ণ

ফলো করুন-
ভাটেরায় ১১ বগি ফেলে বরমচাল গেল কালনী এক্সপ্রেস

কুলাউড়া প্রতিনিধি :
সিলেট থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনের হুক ভেঙে ১১টি বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। মৌলভীবাজারের কুলাউড়া রেলওয়ে সেকশনে ভাটেরায় বগি বিচ্ছিন্ন হলেও বিষয়টি ধরা পড়ে বরমচাল স্টেশনে প্রবেশ করলে। ৩ ঘন্টা পর পুনরায় বগি সংযুক্ত করে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় ট্রেনটি। তবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

রবিবার (১৩ এপ্রিল) সকাল ৭টার দিকে ভাটেরা রেলস্টেশনের কাছে এ ঘটনা ঘটে।

বরমচাল রেলস্টেশন মাস্টার রজত কুমার রায় জানান, সকালে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেন ভাটেরা রেলস্টেশনের কাছে পৌঁছালে চলন্ত অবস্থায় পিছনের হুক ভেঙে ১১টি বগি বিচ্ছিন্ন হয়ে যায়। এ অবস্থায় ট্রেনের ইঞ্জিন ২টি বগি নিয়ে সাড়ে ৭টার দিকে বরমচাল স্টেশনে প্রবেশ করলে বিষয়টি ধরা পড়ে। পরে ট্রেনের ইঞ্জিন বরমচাল থেকে ভাটেরা রেলস্টেশনের কাছে গিয়ে বগি গুলোকে পুনরায় সংযুক্ত করে প্রায় ৩ ঘণ্টা পর সকাল ৯টার দিকে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে আবারও যাত্রা শুরু করে। এ ঘটনায় ট্রেন যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন