Daily Jalalabadi

  সিলেট     বুধবার, ১৩ই আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৯শে শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

হবিগঞ্জে মাদ্রাসার কক্ষে মিললো ছাত্রের ঝুলন্ত লাশ

admin

প্রকাশ: ১৯ জুন ২০২৫ | ১২:১৪ অপরাহ্ণ | আপডেট: ১৯ জুন ২০২৫ | ১২:১৪ অপরাহ্ণ

ফলো করুন-
হবিগঞ্জে মাদ্রাসার কক্ষে মিললো ছাত্রের ঝুলন্ত লাশ

স্টাফ রিপোর্টার:
নবীগঞ্জ উপজেলার একটি মাদ্রাসার কক্ষ থেকে গোলাম রাব্বি নামে এক ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছেন শিক্ষকরা। বুধবার সকালে গোপলারবাজার আলামিন হাশিমিয়া মাদ্রাসার কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়েছে।

মৃত গোলাম রাব্বি (১৩) ওই মাদ্রাসার ইবতেদায়ি ষষ্ঠ শ্রেণি ও হিফজ বিভাগের ছাত্র ছিল। সে বাহুবল উপজেলার মিরপুর এলাকার কাউসার মিয়ার ছেলে।

সূত্রে জানা যায়, বাহুবল উপজেলার মিরপুর এলাকার কাউসার মিয়ার ছেলে গোলাম রাব্বি (১৩) নবীগঞ্জের গোপলারবাজার আলামিন হাশিমিয়া মাদ্রাসায় অবস্থান করে লেখাপড়া করে আসছে। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ওই মাদ্রাসার একটি কক্ষে ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে শিক্ষকরা দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নবীগঞ্জ থানার ওসি শেখ মো. কামরুজ্জামান। তিনি জানান, লাশ উদ্ধার করে হবিগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার

শেয়ার করুন