
স্টাফ রিপোর্টার:
এবারের এসএসসি পরীক্ষায় (২০২৫) সিলেট শিক্ষা বোর্ডে মোট জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ৬১৪ জন শিক্ষার্থী। এদের মধ্যে ছাত্রীরা এগিয়ে। তবে পাসের হারের ক্ষেত্রে সামান্য হলেও এগিয়ে আছে ছেলেরা। এবার সিলেট শিক্ষা বোর্ডে এসএসি পরীক্ষায় মোট অংশগ্রহণ করেন ১ লাখ ২ হাজার ২১৯ জন। এদের মধ্যে ছাত্র ৪১ হাজার ৮০৪ জন ও ছাত্রী ৬০ হাজার ৪১৫ জন।
ছাত্রদের মধ্যে পাস করেছে মোট ২৮ হাজার ৬৪৮ জন। আর ছাত্রীদের মধ্যে মোট পাস করেছে ৪১ হাজার ৪০৭ জন। মোট পাসের ক্ষেত্রে ছাত্রীরা এগিয়ে থাকলেও শতকরা পাসের হারে সামান্য হলেও এগিয়ে ছাত্ররা। ছাত্রদের মধ্যে পাসের হার ৬৮ দশমিক ৬২ ও ছাত্রীদের মধ্যে পাসের হার ৬৮ দশমিক ৫৪।
এদিকে পাসের হারে ছাত্ররা এগিয়ে থাকলেও জিপিএ-৫ এ কিন্তু এগিয়ে মেয়েরা। মোট জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ৬১৪ জন শিক্ষার্থী। এদের মধ্যে ছাত্রীর সংখ্যা ১ হাজার ৮২৩ জন। আর ছাত্রদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন মোট ১ হাজার ৭৯১ জন।
গত বছরও (২০২৪) সিলেট শিক্ষা বোর্ডে জিপিএ-৫ এ এগিয়ে ছিলেন মেয়ের। সেবার মোট জিপিএ-৫ পেয়েছিলেন ৫ হাজার ৪৭১ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ছাত্র ছিলেন ২ হাজার ৬১৬ জন। আর ছাত্রী ছিলেন ২ হাজার ৮৫৫ জন।
উল্লেখ্য, বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেটের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে আনুষ্ঠানিকভাবে এবারের এসএসসি পরীক্ষার ফল প্রকাশ বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আনোয়ার হোসেন চৌধুরী। বোর্ড সরবরাহকৃত ফলাফল বিশ্লেষণ করে এসব তথ্য জানা গেছে।
এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার