
স্টাফ রিপোর্টার:
স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, মিটফোর্ডের ঘটনা দুঃখজনক। আইনশৃঙ্খলা বাহিনী দোষীদের গ্রেপ্তার করে শাস্তি নিশ্চিত করতে কাজ করছে। পাশাপাশি চাঁদপুরে ঘটে যাওয়া ঘটনায় দোষীদের গ্রেপ্তার প্রক্রিয়া চলছে। শনিবার (১২ জুলাই) সকালে সচিবালয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, কিছু ক্ষেত্রে অপরাধী ধরার গতি ধীর হলেও আইনশৃঙ্খলা বাহিনী নির্লিপ্ত নয়। আইনশৃঙ্খলা বাহিনী জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ অব্যাহত রাখবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
গত বুধবার সন্ধ্যায় রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে নির্মমভাবে খুন হন ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা ইট, রড, কংক্রিট ও পাথর দিয়ে তাকে পিটিয়ে মারাত্মক আহত করে। পরে শরীরের ওপর লাফিয়ে তার মৃত্যু নিশ্চিত করে তারা।
এই নৃশংস হত্যাকাণ্ডে যুবদল, ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের কয়েকজন নেতাকর্মীর সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট সংগঠনগুলো জড়িতদের দল থেকে বহিষ্কার করেছে বলে নিশ্চিত করেছে দলীয় সূত্র।
অন্যদিকে, চাঁদপুর শহরের মোল্লাবাড়ি জামে মসজিদে জুমার নামাজের পর খতিব মাওলানা আ ন ম নূর রহমান মাদানীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। বর্তমানে তিনি চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এই ঘটনায় অভিযুক্ত বিল্লাল হোসেনকে স্থানীয় লোকজন আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। হামলার কারণ এখনো স্পষ্ট নয়, তবে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার