Daily Jalalabadi

  সিলেট     সোমবার, ১৫ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ  | ৩০শে অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

হাবিবুরসহ ৮ জনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন আজ

admin

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৫ | ১১:০২ পূর্বাহ্ণ | আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৫ | ১১:০২ পূর্বাহ্ণ

ফলো করুন-
হাবিবুরসহ ৮ জনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন আজ

স্টাফ রিপোর্টার:
জুলাই-আগস্টে রাজধানীর চানখারপুল এলাকায় শিক্ষার্থী শাহরিয়ার খান আনাসসহ ছয়জনকে হত্যা মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ আট আসামির বিরুদ্ধে আজ রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন করা হবে। সোমবার (১৫ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২-এর বিচারিক প্যানেলে এ যুক্তিতর্ক উপস্থাপন করবেন প্রসিকিউশন।

মামলাটিতে মোট ২৩ কার্যদিবসে ২৬ জন সাক্ষ্য দিয়েছেন। তাদের মধ্যে শহীদদের পরিবারের সদস্য, প্রত্যক্ষদর্শী ও পুলিশ কর্মকর্তারা রয়েছেন। এ ছাড়া জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদও আদালতে সাক্ষ্য দেন।

আসামিপক্ষের হয়ে সাবেক পুলিশ কর্মকর্তা আরশাদ হোসেনসহ তিনজন সাফাই সাক্ষ্য দিয়েছেন। মামলার আট আসামির মধ্যে বর্তমানে চারজন গ্রেপ্তার রয়েছেন।

প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট চানখারপুল এলাকায় শিক্ষার্থীদের ওপর নির্বিচারে গুলি চালায় পুলিশ। এতে শাহরিয়ার খান আনাস, শেখ জুনায়েদ, মো. ইয়াকুব, মো. রাকিব হাওলাদার, মো. ইসমামুল হক ও মানিক মিয়া নিহত হন। চলতি বছরের ১৪ জুলাই আদালত আট আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।

এদিকে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা ও মানবতাবিরোধী অপরাধের পৃথক দুই মামলায় আওয়ামী লীগ নেতা মাহবুবউল আলম হানিফ এবং জাসদ নেতা হাসানুল হক ইনুর বিরুদ্ধে আজও সাক্ষ্যগ্রহণ চলবে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন

Follow for More!