Daily Jalalabadi

  সিলেট     মঙ্গলবার, ৮ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৪শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

যুবদলের সাবেক সভাপতিসহ ৭ জনের কারাদণ্ড

admin

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৩ | ০৫:২০ অপরাহ্ণ | আপডেট: ২০ নভেম্বর ২০২৩ | ০৫:২০ অপরাহ্ণ

ফলো করুন-
যুবদলের সাবেক সভাপতিসহ ৭ জনের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার:
তেজগাঁও থানার নাশকতার মামলায় যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরবসহ বিএনপির সাত নেতাকর্মীকে ২ বছর ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (২০ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শেখ সাদী এ রায় ঘোষণা করেন। রায়ে কারাদণ্ডের পাশাপাশি তাদের দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে তাদের আরও সাত মাসের কারাদণ্ড দেওয়া হয়।

কারাদণ্ডপ্রাপ্ত অপর আসামিরা হলেন-সাজেদুল ইসলাম সুমন, গান্ডু শাহিন, বেল্লাল হোসেন, জাকির হোসেন, আনোয়ারুজ্জামান আনোয়ার ও আবু বক্কর সিদ্দিক।

এদিন রায় ঘোষণার আগে কারাগার থেকে নীরবকে আদালতে হাজির করা হয়। রায় ঘোষণা শেষে তাকে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়। এছাড়া অপর ছয় আসামি পলাতক থাকায় তাদের বিরুদ্ধে সাজাপরোয়ানাহ গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

উল্লেখ্য, ২০১৩ সালের মে মাসে বিএনপির হরতাল অবরোধ চলাকালে রাজধানীর তেজগাঁও থানা এলাকায় নাশকতার অভিযোগে তেজগাঁও থানায় এ মামলা করা হয়। পরবর্তীতে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার

শেয়ার করুন