Daily Jalalabadi

  সিলেট     শনিবার, ১৬ই নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ  | ১লা অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বিচারকরা দায়িত্ব পালনে অবহেলা করলেই ব্যবস্থা: প্রধান বিচারপতি

admin

প্রকাশ: ০৪ মার্চ ২০২৩ | ০৪:১৮ অপরাহ্ণ | আপডেট: ০৪ মার্চ ২০২৩ | ০৪:১৮ অপরাহ্ণ

ফলো করুন-
বিচারকরা দায়িত্ব পালনে অবহেলা করলেই ব্যবস্থা: প্রধান বিচারপতি

চুয়াডাঙ্গা প্রতিনিধি:
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, বিচারকরা যদি দায়িত্ব পালনে অবহেলা করেন এবং তার সুনির্দিষ্ট অভিযোগ পেলে বিভাগীয় ব্যবস্থা নিতে কোনো সময় নেব না।

শনিবার চুয়াডাঙ্গা জজ কোট আদালত চত্বরে বিচারপ্রার্থীদের জন্য নির্মিত বিশ্রামাগার ন্যায়কুঞ্জের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ন্যায়কুঞ্জ তৈরি করা জনগণের স্বার্থে। সেই সেবা যাতে সহজে সবাই পায়, সেই ব্যবস্থা করতে হবে। প্রত্যেকটি আদালত চত্বরে বিচার প্রত্যাশীদের জন্য বিশ্রামাগার তৈরি করা হচ্ছে। সরকারের আন্তরিক প্রচেষ্টায় ন্যায়কুঞ্জ স্থাপন সম্ভব হচ্ছে দেশের আদালতগুলোতে।

এ সময় আদালত চত্বরে আমগাছের চারা রোপণ শেষে জেলা জজ আদালতের বিচারকদের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন প্রধান বিচারপতি। পরে প্রধান বিচারপতি চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় আপিল বিভাগের বিচারপতি আবু জাফর সিদ্দিকী ও হাইকোর্ট বিভাগের বিচারপতি কে.এম হাফিজুল আলম উপস্থিত ছিলেন।

 

এই সংবাদটি পড়া হয়েছে : 999 বার

শেয়ার করুন