Daily Jalalabadi

  সিলেট     শুক্রবার, ১৫ই নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ  | ৩০শে কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

ভারতে ৬ বাংলাদেশি গ্রেপ্তার

admin

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৪ | ১১:৪৭ পূর্বাহ্ণ | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৪ | ১১:৪৭ পূর্বাহ্ণ

ফলো করুন-
ভারতে ৬ বাংলাদেশি গ্রেপ্তার

নিউজ ডেস্ক:
ভারতের একটি বাস স্ট্যান্ড থেকে ছয় বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার তামিলনাড়ু থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, তামিলনাড়ু রাজ্যের তিরুপ্পুর জেলার একটি বাস স্ট্যান্ড থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। দ্য হিন্দু জানিয়েছে, দক্ষিণ তিরুপ্পুরের বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে স্থানীয় পুলিশ ও র‍্যাপিড অ্যাকশন ফোর্স যৌথ অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে। পরে কাগজপত্র যাচাই শেষে সেখানে ছয় বাংলাদেশিকে শনাক্ত করা হয়।

গ্রেপ্তার ছয় বাংলাদেশি হলেন, শোভন শেখ (৩৮), মোহাম্মদ আসলাম (৪১), তানভীর (৩৯), রাশিব (৪৩), মোহাম্মদ আল-ইসলাম (৩৭) এবং মোহাম্মদ রুহুল আমিন (৩০)। তারা সবাই নারায়ণগঞ্জের বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার বাংলাদেশিদের চাকরির প্রলোভন দেখিয়ে ভারতের তামিলনাড়ু রাজ্যে মুধালিপালায়ামে নেওয়া হয়েছিল। তবে সেখানে তারা প্রতারণার শিকার হন। সেখানে চাকরি না পেয়ে তারা অন্যত্র চাকরির জন্য যাচ্ছিলেন। পথে পুলিশর অভিযানে ধরা পড়েন তারা।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন