Daily Jalalabadi

  সিলেট     সোমবার, ৭ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৪শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

সিলেটে সানু মিয়াকে দৌঁড়ে ধরলো পুলিশ

admin

প্রকাশ: ২৯ মার্চ ২০২৫ | ০২:২১ অপরাহ্ণ | আপডেট: ২৯ মার্চ ২০২৫ | ০২:২১ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে সানু মিয়াকে দৌঁড়ে ধরলো পুলিশ

নিজস্ব প্রতিবেদক:
সিলেট শহরতলীর ধোপাগুল এলাকায় পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালানোর চেষ্টা করেছিল সানু মিয়া নামের এক যুবক। কিন্তু শেষ রক্ষা হয়নি তার। পুলিশ পিছু পিছু দৌঁড়ে গিয়ে তাকে আটক করেছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে এয়ারপোর্ট সংলগ্ন ধোপাগুল কেয়াছড়া ব্রিজ সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।
সানু মিয়া সিলেটের গোয়াইনঘাট উপজেলার ভিতরগুল গ্রামের মৃত জয়দুল হোসেনের ছেলে। তার কাছ থেকে ভারতীয় ২০৪০ পিস চকলেট ও ১২০ বোতল অলিভওয়েল উদ্ধার করা হয়েছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, একটি প্লাস্টিকের বস্তায় করে সানু মিয়া ভারতীয় পণ্য নিয়ে যাচ্ছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে সে পালানোর চেষ্টা করলে দৌঁড়ে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে সিলেট এয়ারপোর্ট থানায় মামলা হয়েছে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন