Daily Jalalabadi

  সিলেট     শনিবার, ৫ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ  | ২১শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

হাসপাতালে ভর্তি মির্জা ফখরুল

admin

প্রকাশ: ০৩ মার্চ ২০২৫ | ০৩:৪৩ অপরাহ্ণ | আপডেট: ০৩ মার্চ ২০২৫ | ০৩:৪৩ অপরাহ্ণ

ফলো করুন-
হাসপাতালে ভর্তি মির্জা ফখরুল

স্টাফ রিপোর্টার:
অসুস্থ অনুভব করায় চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (০২ মার্চ) সকালে ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন তিনি।

আজ সোমবার বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, গত সপ্তাহে সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলায় বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান ছিল। ওখানে প্রচুর ধুলাবালি থাকার কারণে অসুস্থ অনুভব করছিলেন তিনি। গত দুদিন ধরেই খারাপ লাগছিল তার। পরে চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ অনেকটা সুস্থ অনুভব করছেন।

শায়রুল কবির খান বলেন, চিকিৎসক ও মহাসচিবের পক্ষ থেকে তাকে দেখতে হাসপাতালে অযথা ভিড় না করতে অনুরোধ জানিয়েছেন। তবে, সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার

শেয়ার করুন