Daily Jalalabadi

  সিলেট     মঙ্গলবার, ১৯শে নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ  | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

পল্টন মোড়ে বিএনপি-আ.লীগ-পুলিশ ত্রিমুখী সংঘর্ষ

admin

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৩ | ০৪:৪৫ অপরাহ্ণ | আপডেট: ২৮ অক্টোবর ২০২৩ | ০৪:৪৫ অপরাহ্ণ

ফলো করুন-
পল্টন মোড়ে বিএনপি-আ.লীগ-পুলিশ ত্রিমুখী সংঘর্ষ

স্টাফ রিপোর্টার:
রাজধানীর পল্টন মোড়ে বিএনপি, আওয়ামী লীগ ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষ চলছে। পুলিশ বিএনপি নেতাকর্মীদের লক্ষ্য করে টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট নিক্ষেপ করছে। অন্যদিকে বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীরা পরস্পরের উদ্দেশ্যে ইটপাটকেল নিক্ষেপ করছেন।

দফায় দফায় সংঘর্ষ, হামলা ভাঙচুরে কার্যত রণক্ষেত্রে পরিণত হয়েছে আরামবাগ, বিজয়নগর, নয়াপল্টন এলাকা। ২৮ অক্টোবর ঘিরে জনমনে যে আশঙ্কা ছিল তাই সত্যি হয়েছে শেষ পর্যন্ত। দুপুরে সমাবেশ শুরু করেও শেষ করতে পারেনি বিএনপি। পুলিশের ধাওয়ায় সমাবেশ পণ্ড হওয়ার পর আগামীকাল সারা দেশে হরতালের ডাক দিয়েছে দলটি।

এদিকে, আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষে এক পুলিশ সদস্য (৩২) নিহত হয়েছে। নিহত পুলিশ সদস্যের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন