Daily Jalalabadi

  সিলেট     সোমবার, ৭ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৩শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

যাত্রীবাহী বাসে দুর্বৃত্তদের আগুন

admin

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৩ | ০৬:৩৮ অপরাহ্ণ | আপডেট: ২৮ অক্টোবর ২০২৩ | ০৬:৩৮ অপরাহ্ণ

ফলো করুন-
যাত্রীবাহী বাসে দুর্বৃত্তদের আগুন

স্টাফ রিপোর্টার:
রাজধানীর কাকরাইল মোড়ে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৮ অক্টোবর) বিকেলে ৫টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

অপরদিকে মৌচাক ফ্লাইওভারের ওপরে বলাকা পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়।

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বলেন, কাকরাইল মোড়ে একটি বাসে আগুনের ঘটনা শুনেছি। তবে কে বা কারা আগুন দিয়েছে সেই তথ্য জানা যায়নি।

এর আগে আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতে ইসলামীর সমাবেশ ঘিরে রাজধানীতে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

একপর্যায়ে দুপুর দেড়টার দিকে কাকরাইল মোড়ে পুলিশ ও আওয়ামী লীগের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এসময় পুরো এলাকা পরিণত হয় রণক্ষেত্রে।

অপরদিকে বিজয়নগরেও সংঘর্ষ হয়। এতে করে বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। একই সঙ্গে এক পুলিশ সদস্য নিহত হন।

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার

শেয়ার করুন