Daily Jalalabadi

  সিলেট     শুক্রবার, ১৫ই নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ  | ৩০শে কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যোগ দিতে মালিতে গেছেন ১৪০ পুলিশ সদস্য

admin

প্রকাশ: ০৪ মার্চ ২০২৩ | ০১:৪২ অপরাহ্ণ | আপডেট: ০৪ মার্চ ২০২৩ | ০১:৪২ অপরাহ্ণ

ফলো করুন-
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যোগ দিতে মালিতে গেছেন ১৪০ পুলিশ সদস্য

স্টাফ রিপোর্টার:
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যোগ দিতে মালিতে গেছেন বাংলাদেশ পুলিশের ১৪০ জন সদস্য। শুক্রবার (৩ মার্চ) রাতে মালির রাজধানী বামাকো এবং তিম্বুক্ত রিজিওনের গুন্দামের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তারা।

শনিবার (৪ মার্চ) পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এআইজি মো. মনজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

মো. মনজুর রহমান বলেন, মিশনগামী সদস্যদের মধ্যে ডেপুটি কমান্ডার মু. জালাল উদ্দিন ফাহিমের নেতৃত্বে বিএএনএফপিইউ-১ এর নবম রোটেশনের ৭০ জন এবং ডেপুটি কমান্ডার মোহাম্মদ আনোয়ার হোসেনের নেতৃত্বে বিএএনএফপিইউ-২ এর পঞ্চম রোটেশনের ৭০ জন পুলিশ সদস্য রয়েছেন।

উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারি কন্টিনজেন্ট দুটির অগ্রগামী দলের ১৪০ সদস্য মিশন এলাকায় গমন করেন।

 

এই সংবাদটি পড়া হয়েছে : 999 বার

শেয়ার করুন