Daily Jalalabadi

  সিলেট     শনিবার, ৫ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ  | ২১শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

সেনাদের কবরে বিএনপির শ্রদ্ধা দেশব্যাপী দোয়া

admin

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৫ | ১০:৩৫ পূর্বাহ্ণ | আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৫ | ১০:৩৫ পূর্বাহ্ণ

ফলো করুন-
সেনাদের কবরে বিএনপির শ্রদ্ধা দেশব্যাপী দোয়া

স্টাফ রিপোর্টার:
জাতীয় শহিদ সেনা দিবসে পিলখানায় হত্যাকাণ্ডের শিকার বিডিআরের ৫৭ জন চৌকশ সেনা কর্মকর্তার স্মরণে আজ ঢাকাসহ সারা দেশে দোয়া মাহফিল করবে বিএনপি। এছাড়াও নিহত সেনাদের কবরে শ্রদ্ধা নিবেদন এবং দেশব্যাপী দোয়া ও আলোচনা সভার আয়োজন করবে দলটি।

সোমবার বিকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।

তৎকালীন শেখ হাসিনার সরকার ও আন্তর্জাতিক চক্রান্তে ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি পিলখানায় সেনাবাহিনীর ৫৭ জন চৌকশ কর্মকর্তাকে হত্যা করা হয়েছে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, বিডিআরের ঘটনায় গঠিত সেনা তদন্ত প্রতিবেদন এখনো প্রকাশ করা হয়নি। জানা গেছে, ওই নৃশংস হত্যাকাণ্ডের পেছনে তৎকালীন যারা ক্ষমতাসীন এবং তাদের আন্তর্জাতিক প্রভুরা সম্পৃক্ত থাকতে পারে, এ কারণে বহু আলামত নষ্ট করে ফেলা হয়েছে, জনগণের কাছে প্রকৃত অবস্থা জানানো হয়নি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, কেন্দ্রীয় নেতা শিরিন সুলতানা, আমিরুল ইসলাম খান আলিম, হেলেন জেরিন খান, মুনির হোসেন প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন