Daily Jalalabadi

  সিলেট     সোমবার, ১৮ই নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ  | ৩রা অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বন্দরবাজারে ছিনতাইয়ের শিকার বেসরকারি এয়ারলাইন্স কর্মকর্তা

admin

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৪ | ১২:৪৯ অপরাহ্ণ | আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৪ | ১২:৪৯ অপরাহ্ণ

ফলো করুন-
বন্দরবাজারে ছিনতাইয়ের শিকার বেসরকারি এয়ারলাইন্স কর্মকর্তা

স্টাফ রিপোর্টার:
সিলেট মহানগরের বন্দরবাজার এলাকায় বেসরকারি একটি এয়ারলাইন্সের কর্মকর্তা ছিনতাইয়ের শিকার হয়েছেন। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) ভোরে বন্দরবাজার এলাকার রংমহল টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে। ৩ ছিনতাইকারী ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে ওই কর্মকর্তার মোবাইল ফোন, নগদ টাকা এবং জরুরি কার্ড ও কাগজপত্র লুট করে নিয়ে যায়।

ছিনতাইয়ের শিকার সাজিদুল হক সাব্বির জানান, তাঁর বাড়ি বরিশাল। তিনি বেসরকারি একটি এয়ারলাইন্সের সিলেট অফিসে কর্মরত এবং এয়ারপোর্ট এলাকা একটি বাসায় ভাড়া থাকেন। বাড়িতে ছুটিতে গিয়েছিলেন। ছুটি কাটিয়ে সোমবার রাতে বাসযোগে সিলেটের উদ্দেশ্যে রওয়ানা দেন। মঙ্গলবার ভোরে সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালে নেমে রিকশা করে বন্দরবাজার আসার পথে সাড়ে ৫টার দিকে রংমহল টাওয়ারের অদূরে ৩ ছিনতাইকারী সাব্বিরের রিকশার পথ রোধ করে ধারালো অস্ত্র ধরে মোবাইল ফোন, নগদ ৫ হাজার টাকা এবং মানিব্যাগে থাকা এটিএম কার্ড ও জরুরি কাগজপত্র ছিনিয়ে নেয়।

সাব্বির বলেন- জরুরি ব্যস্ততায় মঙ্গলবার থানায় লিখিত অভিযোগ দায়ের করতে পারেননি, আজ বুধবার (২১ ফেব্রুয়ারি করবেন।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন বলেন- লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সংবাদটি পড়া হয়েছে : 998 বার

শেয়ার করুন