স্টাফ রিপোর্টার:
সিলেটের গোয়াইনঘাটে দুইটি বসতঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
মঙ্গলবার (১২ মার্চ) সন্ধ্যায় উপজেলার ৫নং পূর্ব আলীরগাঁও ইউনিয়নের নয়াগ্রাম উত্তর গ্রামের আব্দুল মতিনের বাড়িতে এঘটনা ঘটে। আগুনে নগদ টাকা, আসবাবপত্র, ধান-চাউল, জামা কাপড় পুড়ে ছাই হয়ে গেছে। সেই সঙ্গে গোয়াল ঘরে থাকা ২টি গরু পুড়ে মারা গেছে। এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে জানিয়েছেন বাড়ির মালিক আব্দুল মতিন।
তিনি বলেন, পরিবারের লোকজন নিয়ে ইফতার করে তারাবির নামাজের প্রস্তুতি নিচ্ছিলাম। হঠাৎ করে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত ঘরের চারদিকে ছড়িয়ে পড়ে। এতে দু’টি গরুসহ ঘরের আসবাবপত্র, ধান-চাল, জামাকাপড় সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।
এদিকে, আগুন লাগার পর স্থানীয় জনতা নেভাতে চেষ্টা করেও ব্যর্থ হন। পরে জৈন্তাপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও আগেই বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।
জৈন্তাপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. বায়েজিদ বলেন- ঘটনাস্থল ফায়ার স্টেশন থেকে অনেক দূরে। এরপরও তাৎক্ষণিক খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি।
এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার