স্টাফ রিপোর্টার:
পবিত্র রমজান মাসকে সামনে রেখে গত তিন-চার দিন ধরে বিয়ানীবাজার পৌরশহরসহ উপজেলার বিভিন্ন হাট-বাজার কঠোরভাবে তদারকি করছে উপজেলা প্রশাসন। এ সময় মূল্য নির্ধারণের অনিয়মের বিরুদ্ধে ব্যবসায়ীদের সতর্কবার্তা দেয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় শনিবার বিকাল ৪টা ৩০ মিনিটের সময় উপজেলার চারখাই বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়েশা আক্তার।
চারখাই বাজারে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মূল্য তালিকা ব্যবহার না করায় সোনিয়া এন্ড প্রিয়াঙ্কা রেষ্টুরেন্টকে দুই হাজার টাকা এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের পাইকারি মূল্যের রশিদ না থাকায় আরিয়ান ভেরাইটিজ স্টোরকে দুই হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আয়েশা আক্তার জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী বাজার নিয়ন্ত্রনে সর্বোচ্চ নজরদারি করা হবে। এক্ষেত্রে ভোক্তাদের ঠকালে কিংবা অতিরিক্ত দাম রাখলে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
অভিযানে মাছ বাজার, তরকারি বাজার, মুদি দোকান, হোটেল-রেরেসহ অন্যান্য নিত্যপন্যের দোকানে গিয়ে ব্যবসায়ীদের সাথে কথা বলে তাদেরকে সতর্কতা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়েশা আক্তার। প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা নেয়ার বার্তাও দেন তিনি।
অভিযান চলাকালে উপস্থিত ছিলেন চারখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসেন মুরাদ চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান হেকিমসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। অভিযানে বিয়ানীবাজার থানা পুলিশের একটি টিম সহযোগিতা করে।
এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার