স্টাফ রিপোর্টার:
সিলেটে এবার চোরাচালানে আসা সাড়ে ৬ হাজার কেজি ভারতীয় চিনিসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। ধারাবাহিক এসব চোরাচালন যেন চলছেই। ঠেকানো যাচ্ছে না এই বিশাল চোরচালানের সিন্ডিকেট। কয়েকদিন পরপরই পুলিশি অভিযানে আটক হচ্ছে লাখ লাখ টাকার এসব অবৈধ পণ্য।
শুক্রবার ( ১৫ মার্চ) সন্ধ্যা থেকে শাহপরাণ (রহঃ) থানাধীন বিকেএসপির সামনে (সুরমা বাইপাস) চেকপোস্ট বসিয়ে এ সাড়ে ছয়হাজার কেজির চালান আটক করা হয় বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের মিডিয়া কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম।
আটককৃতরা হলেন, ঢাকার আশুলিয়ার জামগড়া এলাকার মৃত রমজান আলীর ছেলে রিয়াজ বেপারী (২৪), সিলেটের গোয়াইনঘাট থানার মৃত কামাল উদ্দিনের ছেলে ইমন আহমেদ (২৩), একই থানার বিতরীখেল এলাকার ইব্রাহিম আলীর ছেলে জুবের আহমেদ (২৩)। এর মধ্যে একজন কৌশলে পালিয়ে গেছে বলে জানায় পুলিশ।
আটককালে তাদের দখল ও হেফাজতে থাকা কার্ভাড ভ্যানের ভিতর হতে সর্বমোট ১৩২ (একশত বত্রিশ)টি প্লাস্টিকের বস্তা ভর্তি ভারতীয় চিনি;যার প্রতিটি প্লাস্টিকের বস্তা ওজন অনুমান ৫০ (পঞ্চাশ) কেজি করে মোট সাড়ে ৬ হাজার কেজি ; যার প্রতি বস্তার গায়ে ইন্ডিয়ান বিভিন্ন চিনির কোম্পানীর নামসহ ইংরেজীতে আরও অন্যান্য লেখা আছে ।
একইসঙ্গে একটি নীল হলুদ মিশ্রিত কাভার্ড ভ্যান গাড়ি যাহার রেজি. নম্বর. ঢাকা মেট্রো-ড-১২-১৩৪৮; ইঞ্জিন নং-497TC93GRY824421, চেসিস নং-MAT386537J8T18425, যার মূল্য অনুমান ৩০,০০,০০০/-(ত্রিশ লক্ষ) টাকা উদ্ধার করা হয়।
এক বিজ্ঞপ্তিতে পুলিশের ওই কর্মকর্তা জানান, এসআই মো. ইবাদুল্লাহের নেতৃত্বে এএসআই(নিঃ) আল ইমরান বিন রাজ্জাক ও ফোর্সসহ বিশেষ অভিযান ডিউটি করাকালে সিলেট শহরের দিকে আসা একটি কার্ভাড ভ্যানকে থামার জন্য সিগন্যাল দিলে কার্ভাড ভ্যানটি সিগন্যাল অমান্য করে দ্রুতবেগে পালানোর চেষ্টা করে । এসময় এসআই(নিঃ) মো. ইবাদুল্লাহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় কার্ভাড ভ্যানসহ ০৩ (তিন) জনকে আটক করেন ও ০১ (এক) জন কৌশলে পালিয়ে যায়। আটককৃত কার্ভাড ভ্যান ও ধৃতদের দেহ তল্লাশী করে ধৃতদের দেখানো মতে তাদের দখল ও হেফাজতে থাকা অবৈধ পণ্য জব্দ করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আটককৃতদেরকে জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা পরস্পর যোগসাজশে সিলেট জেলার সীমান্তবর্তী এলাকা হতে কৌশলে ভারতীয় চিনি সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে সিলেট শহরের দিকে নিয়ে যাচ্ছিল।
এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে শাহপরাণ (রহ:) থানার মামলা নং-১২, ১৫/০৩/২০২৪খ্রি. ধারা-১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ২৫B(1)(b)/২৫D মামলা রুজু হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার