Daily Jalalabadi

  সিলেট     সোমবার, ১৮ই নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ  | ৩রা অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বিজিবি’র হাতে ভারতীয় তিন নাগরিক আটক

admin

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৪ | ০৭:৪৫ অপরাহ্ণ | আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৪ | ০৭:৪৫ অপরাহ্ণ

ফলো করুন-
বিজিবি’র হাতে ভারতীয় তিন নাগরিক আটক

গোয়াইনঘাট প্রতিনিধি:
সিলেটের গোয়াইনঘাটের জাফলং সীমান্ত থেকে ৩ জন ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার দিবাগত (২০ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে গোয়াইনঘাটের পূর্ব জাফলং ইউনিয়নের পাথরটিলা এলাকার পাথরঘাট কলোনি নামক স্থান থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলে- ভারতের মেঘালয় রাজ্যের ডাউকি মুক্তাপুর এলাকার আবুল কালামের ছেলে আহমেদ হোসেন (৫০), একই গ্রামের মৃত রমেস দাসের ছেলে রাজেস দাস (৪২) ও মৃত ব্যাঙ্গা তাতীর ছেলে লোকেস তাতী (৩৬)।

পাসপোর্ট ও ভিসা ছাড়াই অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করায় তাদের আটক করে বিজিবি। পরবর্তীতে তাদের বিরুদ্ধে গোয়াইনঘাট থানায় মামলা দায়ের করে গোয়াইনঘাট থানাপুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এই সংবাদটি পড়া হয়েছে : 998 বার

শেয়ার করুন