Daily Jalalabadi

  সিলেট     শনিবার, ১৬ই নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ  | ১লা অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

সাকিবদের বিদায়ের পর যে পোস্ট করলেন তামিমের স্ত্রী

admin

প্রকাশ: ২৯ ফেব্রুয়ারি ২০২৪ | ১১:২৩ পূর্বাহ্ণ | আপডেট: ২৯ ফেব্রুয়ারি ২০২৪ | ১১:২৩ পূর্বাহ্ণ

ফলো করুন-
সাকিবদের বিদায়ের পর যে পোস্ট করলেন তামিমের স্ত্রী

স্পোর্টস ডেস্ক:
বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে দল ছাপিয়ে দর্শকদের আগ্রহের তুঙ্গে ছিল দেশের ক্রিকেটের বড় দুই তারকা সাকিব আল হাসান ও তামিম ইকবালের দ্বৈরথ। অবশ্য ব্লকবাস্টার এই লড়াইয়ে শেষ হাসি হেসেছে তামিমের ফরচুন বরিশাল। সাকিবের রংপুর রাইডার্সকে ৬ উইকেটে হারিয়ে ফাইনালে পৌঁছে গেছে তামিমের দল।

আচমকা ক্রিকেটকে বিদায় জানানো এবং আবারও প্রত্যাবর্তন-গেল বছরজুড়ে দেশের ক্রিকেটে তুমুল আলোচনায় ছিলেন তামিম। বছরের শেষ দিকে ভারতের মাটিতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপ স্কোয়াডে তার না থাকা নিয়েও কম আলোচনা-সমালোচনা হয়নি। দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা তামিম চলতি বিপিএলটা যেন স্মরণীয় করে রাখছেন। ব্যাট হাতে নিজে যেমন ছন্দে আছেন, তেমনি দলও পৌঁছে গেছে ফাইনালে।

চলমান আসরের ফাইনালে খেলবেন এমন বিশ্বাস আগে থেকেই ছিল তামিমের। সাম্প্রতিক সময়ে সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকা জাতীয় দল সতীর্থ সাকিবদের হারিয়ে বরিশাল দলের ফাইনাল নিশ্চিতের পর নিজের ফেসবুক অ্যাকাউন্টে এমনটাই জানালেন তামিমপত্নী আয়েশা সিদ্দিকা ইকবাল।

এক পোস্টে তামিমকে মেনশন করে আয়েশা লিখেছেন, ‘তুমি বলেছিলে, আমরা ফাইনালে খেলবো। তখনো টুর্নামেন্ট শুরুই হয়নি। তুমি তোমার কথা রেখেছো। দারুণ টিম পারফরম্যান্স। আলহামদুলিল্লাহ।’

এদিকে নিজের ফেসবুক পেজে পোস্ট করেছেন তামিম নিজেও। ইতোমধ্যে ব্যাপক আকারে ছড়িয়ে পড়া পোস্টটিতে তামিম দলের উদযাপনের ছবি দিয়ে ক্যাপশনে লিখেছেন, ‘মনুরা কেমন আছো?’

আগামী ১ মার্চ ফাইনালে তামিমদের প্রতিপক্ষ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ২০২১ বিপিএলেও ফাইনালে ছিল এই দুই দল। সেবার জয় পেয়েছিল কুমিল্লা। এক বছর বিরতি দিয়ে আবারও ফাইনালে দেখা হচ্ছে এই দুই দলের।

উল্লেখ্য, বুধবার ফাইনালে ওঠার লড়াইয়ে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন তামিম। অধিনায়কের কাজ অর্ধেক এগিয়ে দিয়েছিলেন তার বোলাররাই। বরিশালের বোলারদের তোপে একশোর আগেই গুটিয়ে যাওয়ার শঙ্কায় ছিল সাকিবরা। শেষ দিকে শামীম পাটোয়ারীর ঝোড়ো ফিফটিতে ১৪৯ রানের পুঁজি গড়ে তারা। জবাবে খুব একটা বেগ পেতে হয়নি তামিমদের। ৬ উইকেটের বড় জয়ে শিরোপা থেকে এক হাত দূরে আছে বরিশাল।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন