Daily Jalalabadi

  সিলেট     রবিবার, ১৭ই নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ  | ২রা অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

অবশেষে কলকাতা যাচ্ছেন আনারকন্যা ডরিন

admin

প্রকাশ: ০৩ জুন ২০২৪ | ০৮:০১ অপরাহ্ণ | আপডেট: ০৩ জুন ২০২৪ | ০৮:০১ অপরাহ্ণ

ফলো করুন-
অবশেষে কলকাতা যাচ্ছেন আনারকন্যা ডরিন

স্টাফ রিপোর্টার:
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন ভিসা জটিলতা কাটিয়ে অবশেষে কলকাতা যাচ্ছেন। সোমবার তিনি ভারতীয় ভিসা পেয়েছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন।

এর আগে হত্যার খবর পেয়ে গত ২২ মে আনারকন্যা ডরিন এবং সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী আব্দুর রউফ ভারতের ভিসার জন্য আবেদন করেন। ভিসা না পাওয়ায় কলকাতা যাওয়া হচ্ছিল না ডরিনের।

এদিকে কলকাতার সঞ্জীবা গার্ডেন্সের সেপটিক ট্যাংক থেকে উদ্ধার হওয়া হাড় ও মাংস এমপি আনারের কিনা তা পরীক্ষার জন্য ডরিনের ভারতে যাওয়া প্রয়োজন।

সেখানে উদ্ধার হওয়া দেহাংশের সঙ্গে ডরিনের ডিএনএ পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এর আগে ২৮ মে ডরিন বলেছিলেন, কলকাতার সঞ্জীবা গার্ডেন্সের ফ্ল্যাটের সেপটিক ট্যাংক থেকে দেহের খণ্ডাংশ উদ্ধার করা হয়েছে বলে জানতে পেরেছি। কিন্তু এই খণ্ডাংশ বাবার কিনা তা নিশ্চিত করেনি পুলিশ। এজন্য ডিএনএ পরীক্ষার নমুনা দিতে কলকাতা পুলিশ ডাকলে সেখানে যাব।

গোয়েন্দা পুলিশের সূত্র জানিয়েছে, সেপটিক ট্যাংক ভাঙার পর মানুষের একগুচ্ছ চুল, কিছু গুঁড়ো হাড় ও মাংসের খণ্ড পাওয়া যায়। সিআইডি কর্মকর্তাদের খবরে সেন্ট্রাল ফরেনসিক ল্যাবরেটরির গবেষকরা এসে খণ্ডাংশগুলো নিয়ে যান। ডিএনএ টেস্ট না হওয়া পর্যন্ত, খণ্ডাংশগুলো সংসদ সদস্য আনারের মরদেহের কিনা এখনো সরকারের পক্ষ থেকে নিশ্চিত করা হচ্ছে না।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন