Daily Jalalabadi

  সিলেট     সোমবার, ১৮ই নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ  | ৩রা অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ওসমানী বিমানবন্দরে হঠাৎ মৌমাছির আক্রমণ!

admin

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৩ | ১১:৫২ পূর্বাহ্ণ | আপডেট: ২১ ডিসেম্বর ২০২৩ | ১১:৫২ পূর্বাহ্ণ

ফলো করুন-
ওসমানী বিমানবন্দরে হঠাৎ মৌমাছির আক্রমণ!

স্টাফ রিপোর্টার:
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অন্ততঃ অর্ধশত মানুষকে কামড়েছে মৌমাছি। বুধবার (২০ ডিসেম্বর) বেলা পৌনে ১২টার বিমানবন্দরের ভিআইপি লাইঞ্জের প্রবেশমুখে এ ঘটনা ঘটে। এসময় বিমানবন্দরের কর্মকর্তা-কর্মচারী ও প্রধানমন্ত্রীর সিলেট সফর উপলক্ষে তাঁকে সেখানে অভ্যর্থনা জানাতে যাওয়া আওয়ামী লীগ নেতাকর্মীরা ছুটোছুটি করতে শুরু করেন। ফলে বিমানবন্দর এলাকায় এসময় আতঙ্কের সৃষ্টি হয়।

জানা গেছে, বুধবার বেলা সাড়ে ১১টা ৩৩ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৬০১ ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন প্রধানমন্ত্রী। তাঁকে অভ্যর্থনা জানাতে এর আগে থেকেই বিমানবন্দরের ভিআইপি লাইঞ্জের সামনে কেন্দ্রীয় ও স্থানীয় আওয়ামী লীগ এবং অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী জড়ো হন। প্রধানমন্ত্রী বিমানবন্দর এলাকা ত্যাগ করার পরপরই ভিআইপি লাইঞ্জের প্রবেশমুখে বাইরে পানির ট্যাংকের উপরে একটি গাছে বাসা বাধা মৌমাছির ঝাঁকে একটি পাখি ছু মারে। ততক্ষণাৎ মৌমাছির ঝাঁক দিগ্বিদিক ছুটে গিয়ে ভিআইপি লাইঞ্জের প্রবেশমুখে থাকা বিমানবন্দরে কর্মকর্তা-কর্মচারী এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের কামড়াতে শুরু করে। এসময় সেখানে উপস্থিত সবার মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ছুটোছুটি শুরু করেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, অন্ততঃ ৫০ জন লোককে কামড়েছে মৌমাছির দল।

এ বিষয়ে ওসমানী বিমানবন্দরের এসিস্ট্যান্ড সিকিউরিটি ডিরেক্টর মো. শহিদুল ইসলাম সিলেটভিউ-কে বলেন- বিষয়টি শুনেছি। তবে আমি এসময় বিমানবন্দরের ভেতরে ছিলাম। তাই বিস্তারিত বলতে পারছি না।

এই সংবাদটি পড়া হয়েছে : 994 বার

শেয়ার করুন