Daily Jalalabadi

  সিলেট     সোমবার, ১৮ই নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ  | ৩রা অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

দক্ষিণ সুরমায় ছেলেসহ নর্থ ইস্ট হাসপাতালের রেজিস্ট্রারের মৃত্যু

admin

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৩ | ১১:২৬ পূর্বাহ্ণ | আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৩ | ১১:২৬ পূর্বাহ্ণ

ফলো করুন-
দক্ষিণ সুরমায় ছেলেসহ নর্থ ইস্ট হাসপাতালের রেজিস্ট্রারের মৃত্যু

স্টাফ রিপোর্টার:
সিলেটের দক্ষিণ সুরমার হুমায়ুন রশীদ চত্বরে ট্রাক চাপায় বাবা-ছেলে নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন একজন।
সোমবার রাত ১০টার দিকে দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন সিএনজি চালিত অটোরিকশার যাত্রী ছিলেন। তারা হলেন নর্থ ইষ্ট ক্যানসার হাসপাতালের চিকিৎসক ও রেজিস্টার তৌহিদুল ইসলাম ও তার ছেলে তানহা চৌধুরী। তারা সিএনজিচালিত অটোরিকশায় করে সুরমা নদীর শাহজালাল সেতু পার হয়ে বাসায় ফিরছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সেতুর দক্ষিণ পাড়ে হুমায়ুন রশিদ চত্বরের পাশেই একটি ট্রাক আরেকটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে অটোরিকশাটিকে চাপা দেয়। ওই অটোরিকশার যাত্রী ছিলেন চিকিৎসক রশিদ চৌধুরী ও তাঁর ছেলে।

মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার সাইফুল ইসলাম জানান, অটোরিকশায় থাকা ডা. তৌহিদুর রশিদ চৌধুরী ও তার ছেলে তানহা চৌধুরী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় অটোরিকশাচালকও আহত হয়েছেন।

এই সংবাদটি পড়া হয়েছে : 998 বার

শেয়ার করুন