Daily Jalalabadi

  সিলেট     সোমবার, ১৮ই নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ  | ৩রা অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকার বদলে ওসমানীতে নামলো আন্তর্জাতিক আরও ৫ ফ্লাইট

admin

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৪ | ১১:৫৪ পূর্বাহ্ণ | আপডেট: ০৪ জানুয়ারি ২০২৪ | ১১:৫৫ পূর্বাহ্ণ

ফলো করুন-
ঢাকার বদলে ওসমানীতে নামলো আন্তর্জাতিক আরও ৫ ফ্লাইট

স্টাফ রিপোর্টার:
ঘন কুয়াশার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে না পেরে ৫টি আন্তর্জাতিক ফ্লাইট সিলেটে অবতরণ করেছে।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সাড়ে ১০টার দিকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ সিলেটভিউকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আজ সকালের দিকে সবগুলো ফ্লাইট অবতরণ করে। যে ফ্লাইটগুলো ডাইভার্ট হয়ে অবতরণ করেছে সেগুলো সবই ইউএস বাংলা এয়ারলাইন্সের।’

এ বিষয়ে ইউএস-বাংলার ওসমানী বিমানবন্দরের সহকারী ব্যবস্থাপক বেলায়েত হোসেন লিমন বলেন, ফ্লাইটগুলো আসছিল চীন, দুবাই, দোহা, শারজা ও সিঙ্গাপুর থেকে। এর মধ্যে সকাল ৭টা ৫৩ মিনিটে প্রথম একটি অবতরণ করে এবং শেষ ফ্লাইটটি অবতরণ করে ৮টা ৪০ মিনিটে। তবে আবহাওয়া স্বাভাবিক হওয়ায় ১০টা থেকে ফ্লাইটগুলো ঢাকায় যাওয়া শুরু হয়েছে। এই ফ্লাইটগুলোতে গোলযোগের কোনো ঘটনা ঘটেনি।

এর আগে ২ জানুয়ারি ঘন কুয়াশার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে না পেরে ৫টি ফ্লাইট সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সোমবার রাত থেকে বিমানের এসব ফ্লাইট সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছিল। পরে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় তিনটি ফ্লাইট ফিরে গেলেও যান্ত্রিক ত্রুটির কারণে দুটি উড়োজাহাজ আটকা পড়ে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন