Daily Jalalabadi

  সিলেট     সোমবার, ১৮ই নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ  | ৩রা অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

সিলেট-২ আসনে এক দশক পর ফের ভিড়ছে নৌকা

admin

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৪ | ০৩:০৬ অপরাহ্ণ | আপডেট: ০৪ জানুয়ারি ২০২৪ | ০৩:০৬ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেট-২ আসনে এক দশক পর ফের ভিড়ছে নৌকা

স্টাফ রিপোর্টার:
প্রবাসী অধ্যুষিত সংসদীয় আসন সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর)। দীর্ঘ ১০ বছর পর এই আসনে নৌকা ভিড়তে যাচ্ছে। এই আসনে নৌকার প্রার্থীর পালে হাওয়া দিচ্ছেন দলের ঐক্যবদ্ধ নেতাকর্মীরা।

পাশাপাশি কাঙ্ক্ষিত উন্নয়নবঞ্চিত এই এলাকার বাসিন্দারা পুনরায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে বরণ করে নিতে প্রস্তুত। সবমিলিয়ে এই আসনে নৌকার প্রার্থী বিজয়ের আগাম বার্তা পাচ্ছেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট জেলার সভাপতি শফিকুর রহমান চৌধুরীকে নৌকার প্রার্থী মনোনীত করেছে। যিনি নবম জাতীয় সংসদে এই আসনের প্রতিনিধিত্ব করেছেন।

গত (২৬ নভেম্বর) বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রাপ্তির মধ্য দিয়ে এক দশক পর সিলেট-২ আসনে মহাজোটের গ্যাঁড়াকল থেকে বেরিয়ে এসেছে আওয়ামী লীগ। তাই বিভক্তির কিংবা মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব ভুলে নৌকার প্রশ্নে একাট্টা হয়েছে বিশ্বনাথ-ওসমানীনগর উপজেলাসহ সিলেটের আওয়ামী লীগ পরিবার। একের পর এক বর্ধিত কর্মিসভার মাধ্যমে জানান দিয়েছেন নিজেদের ঐক্যমতের।

দীর্ঘদিন পরে গ্রুপিং রাজনীতি ভুলে এক হয়েছেন দুই চৌধুরী। আনোয়ারুজ্জামান চৌধুরী এবং শফিকুর রহমান চৌধুরীর মাঝে ছিল গ্রুপিংয়ের রাজনীতি; যা এবার নৌকা প্রতীক পাওয়ার পর বিলীন হয়েছে। একদিকে আনোয়ারুজ্জামান চৌধুরী হয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র অন্যদিকে সংসদ নির্বাচনে শফিক চৌধুরী পেয়েছেন নৌকার মনোনয়ন। সিলেট-২ আসনের স্থানীয় আওয়ামী লীগ দীর্ঘদিন পর নিজ দলীয় প্রার্থী পেয়ে নেতাকর্মীরা মরুর পানি তৃপ্তির মতো আনন্দিত ও উৎসাহিত। স্বতন্ত্রের ঘাঁটিতে সিঁধ কাটছেন তারা।

অন্যদিকে ইমেজ সঙ্কট আর বারবার দল পরিবর্তনসহ নানা ঘটনায় ভোটের মাঠে জায়গা করে নিতে অনেকটা বেগ পেতে হচ্ছে নৌকার প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের। আর ক্লিন ইমেজ নিয়ে সুবিধাজনক অবস্থায় রয়েছেন নৌকার প্রার্থী শফিকুর রহমান চৌধুরী। আর এতে বিপাকে পড়েছেন ইয়াহিয়া-মোকাব্বিরসহ অন্য প্রার্থীরা।

সিলেট-২ সংসদীয় আসন বিশ্বনাথ-ওসমানীনগর ঘুরে দেখা যায়, দ্বাদশ নির্বাচনের জন্য নৌকার প্রার্থী শফিকুর রহমান চৌধুরীর বিজয় নিশ্চিত করতে ব্যস্ত সময় পার করছেন উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। সাথে সরকারের উন্নয়নের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছাতে কাজ করছে আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মহাজোট আর সমীকরণের দোলাচলে গেছে বিগত ১০ বছর। তবে এবারের প্রেক্ষাপট ভিন্ন। সাধারণ ভোটারদের কাছে আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা ও ক্লিন ইমেজধারী ‘ব্যক্তি শফিক চৌধুরী’র গ্রহণযোগ্যতা পাচ্ছে বেশি। গত এক দশক সরকার দলীয় কোন সংসদ সদস্য না থাকায় এ আসনের বাসিন্দারাও কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত ছিলেন। এবার তাই সরকারের উন্নয়ন অগ্রযাত্রায় সামিল হতে শফিক চৌধুরীর পাল্লা ভারি করেছেন সাধারণ ভোটাররা।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন