Daily Jalalabadi

  সিলেট     সোমবার, ১৮ই নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ  | ৩রা অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বিয়ানীবাজারের কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম

admin

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৪ | ০৪:২৮ অপরাহ্ণ | আপডেট: ০৬ জানুয়ারি ২০২৪ | ০৪:২৮ অপরাহ্ণ

ফলো করুন-
বিয়ানীবাজারের কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম

স্টাফ রিপোর্টার:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামীকাল রোববার। সকাল ৮টা থেকে টানা বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
আজ শনিবার সকাল থেকে বিয়ানীবাজার উপজেলার ৮৯ ভোট কেন্দ্রে নির্বাচনের সরঞ্জাম পাঠানো হচ্ছে। শুধু ব্যাটল পেপার রোববার ভোট ৩টা থেকে পাঠানো শুরু হবে। ব্যাটল পেপার পাঠানোর সময় সাংবাদিকরা উপস্থিত থাকার আহবান জানিয়েছেন দায়িত্বশীলরা।

শনিবার সকাল ৯টা থেকে দুইটি বুথের মাধ্যমে ভোট কেন্দ্রের নির্বাচনী সরঞ্জাম পাঠানো কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করে সহকারি রিটার্নিং কর্মকর্তা ও বিয়ানীবাজার উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আয়েশা আক্তার। নির্বাচনী সরঞ্জাম গ্রহণ করেন প্রত্যেক কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা। এ সময় তাদের সাথে আনসার ও পুলিশ সদস্যরা ছিলেন।

নির্বাচনকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে সব রকমের প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। পুলিশ, আনসার সদস্যরা ছাড়াও, সেনাবাহিনী, বিজিবি ও সাদাপোশাকের পুলিশ সদস্যরা থাকবেন। একই সাথে নির্বাচনের দিন ভোট কেন্দ্র ভিত্তিক স্টাইকিং ফোর্স ও মোবাইল টিম কাজ করবে।

ভোট কেন্দ্র এবং আশপাশের কোন নিরাপত্তার শংকা নেই জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তা আয়েশা আক্তার বলেন, আমাদের সব রকমের প্রস্তুতি রয়েছে। কোন ধরনের শংকার আশংকা নেই। আমাদের জায়গা থেকে আমরা পূর্ণ প্রস্তুতি নিয়েছি।

এই সংবাদটি পড়া হয়েছে : 999 বার

শেয়ার করুন