স্টাফ রিপোর্টার:
ভিআইপি প্রার্থী হিসেবে ভোটের দিন পর্যন্ত আলোচনায় থেকেও বিপুল ভোটে পরাজিত হয়েছেন তৃণমূল বিএনপির প্রার্থী ও তৃণমূল বিএনপির চেয়ারপার্সন খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা শমশের মবিন চৌধুরী। দল পাল্টিয়েও শেষ রক্ষা হলো না তার।
গতকাল রোববার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে তিনি সোনালী আঁশ প্রতীকে ধরাশায়ি হয়েছেন বর্তমান সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদের কাছে। ১০ হাজার ৯৩৬ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন তিনি। বিজয়ী প্রার্থী সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সাথে তার ভোটের ব্যবধান ৪৬ হাজার ৮৪২ ভোট। শমশের মবিন বিয়ানীবাজার উপজেলা থেকে পেয়েছেন মাত্র ৫১৭ ভোট। অবশিষ্ট ১০ হাজার ৪শ’ ১৯ ভোট পেয়েছেন নিজ উপজেলা গোলাপগঞ্জে। তৃণমূল বিএনপির প্রার্থী বীর মুক্তিযোদ্ধা শমশের মবিন চৌধুরী ভোটের দিন পর্যন্ত ব্যাপক আলোচনায় ছিলেন। জাতীয় রাজনীতিতে আলোচিত ব্যক্তি এবং স্থানীয় আওয়ামী লীগের অনেক নেতাকর্মীর সমর্থন নিয়ে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে সক্ষম হন। নির্বাচনের দিন পর্যন্ত তিনি প্রতিদ্বন্দ্বিতা ধরে রেখে আলোচনায় ছিলেন।
প্রধান প্রতিদ্বন্দ্বী নৌকার প্রার্থী নুরুল ইসলাম নাহিদের সাথে প্রতিদ্বন্দ্বী হিসেবে ঈগল প্রতীকের সরওয়ার হোসেন এর সাথে তিনিও ছিলেন ভোটের অন্যতম দাবিদার। সাবেক কূটনীতিক ও পররাষ্ট্র সচিব শমশের মবিন চৌধুরী বিএনপির রাজনীতির সাথে যুক্ত ছিলেন। পরে বিএনপি থেকে বেরিয়ে এসে বিকল্পধারা হয়ে তৃণমূল বিএনপির দায়িত্ব নেন। নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করার সিদ্ধান্তের পর বর্তমান রাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠেন শমশের মবিন চৌধুরী। তার নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্তের পরে সিলেট-৬ আসনে আওয়ামীলীগ ও শরিকদের প্রার্থী হিসেবে তার নাম উচ্চারিত হতে থাকে।
তিনি সিলেট-৬ আসনে মনোনয়ন নিলে অনেকের নিকট এই আসনে জোটের প্রার্থী হিসেবে বিবেচিত হতে থাকেন। এসময় সরকারের সাথে সমঝোতায় তাকে জোটের প্রার্থী দেয়া হচ্ছে বলে গুঞ্জন উঠে। পরে আওয়ামীলীগ থেকে বর্তমান সংসদ সদস্য সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে প্রার্থী দেয়ায় নির্বাচনে তিনি তৃণমূল বিএনপির সোনালী আঁশ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন। স্থানীয় আওয়ামীলীগের অনেক নেতাকর্মী তাকে সমর্থন দেয়ায় তিনি মূলপ্রতিদ্বন্দ্বিতায় চলে আসেন। ভোটের দিনে বেলা ১টা পর্যন্তও তিনি আলোচনায় ছিলেন। তবে বেলা ৩টার পর থেকেই ভোটের মাঠের চিত্র পাল্টে যায়। ভোটের রাজনীতিতে নুরুল ইসলাম নাহিদের নিকট ধরাশায়ি হন তিনি।
নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী বর্তমান সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদ ৫৭ হাজার ৭৭৮ ভোট পেয়ে একাধারে চতুর্থবারসহ পঞ্চমবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সরওয়ার হোসেন পেয়েছেন ৩৯ হাজার ৪৮৮ ভোট।
এই সংবাদটি পড়া হয়েছে : 997 বার