গোয়াইনঘাট প্রতিনিধি:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হতে না হতেই সিলেটের গোয়াইনঘাট উপজেলায় জোরেশোরে বইছে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের হাওয়া।
সমাগত উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রবীণ হেভিওয়েট প্রার্থীদের পাশাপাশি আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দৌড়ে সমানতালে নবীনরাও পিছিয়ে নেই। সাম্ভাভ্য প্রার্থীরা পুরো উপজেলা চষে বেড়াচ্ছেন। দিন রাত তারা এলাকায় উঠান বৈঠক, পথসভা, খেলাধূলা ও মিলাদ-মাহফিল অতিথি এবং গণসংযোগ করে ভোটার ও কেন্দ্রীয় নেতাদের মন জয় করার চেষ্টা করে যাচ্ছেন। এলাকার ভোটার ও সাধারণ সচেতন মহল একজন সৎ, নিষ্ঠাবান ও গ্রহনযোগ্য চেয়ারম্যান প্রার্থীকে এলাকার উন্নয়নের জন্য দলীয় মনোনয়ন চায়।
আবার প্রবাসে থাকা সম্ভাব্য প্রার্থীরা দলীয় নেতাকর্মীদের পাশাপাশি ভোটারদের সাথেও যোগাযোগ অব্যাহত রাখছেন। তাদের লক্ষ একটাই যে করেই হোক পেতে চান দলীয় মনোনয়ন। অপর দিকে দলীয় সিদ্ধান্তের অপেক্ষায় আছেন বিএনপির দলীয় সম্ভাব্য প্রার্থীরা।
আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীরা উপজেলা, জেলা ও কেন্দ্রীয় নেতাদের মন জয় করার জন্য নানাভাবে তদবির করে যাচ্ছেন। তারা দিন রাত সভা-সমাবেশ, উঠান বৈঠক ও নিজ দলের তৃণমূলের কর্মী সমর্থকদের নিয়ে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন। দিচ্ছেন এলাকা উন্নয়নের নানা প্রতিশ্রুতি।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, গোয়াইনঘাট উপজেলায় মোট ভোটার ২ লাখ ২৫ হাজার ৪৭৫। তার মধ্যে মহিলা ভোটার ১ লাখ ৯ হাজার ৪৭৫ এবং পুরুষ ভোটার ১ লাখ ১৫ হাজার ৭৩৯ টি। সিলেটের গোয়াইনঘাট উপজেলা পরিষদের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৮৫ সালে। প্রথম উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন প্রয়াত ছয়ফুল আলম।
১৯৯০ সালে দ্বিতীয়বার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হন সাবেক সংসদ সদস্য প্রয়াত দিলদার হোসেন সেলিম। ১৯৯২ সালে উপজেলা পরিষদ বাতিল হওয়ায় ২০০৮ সাল পর্যন্ত উপজেলা পরিষদের নির্বাচন হয়নি। ২০০৯ সালে পুনরায় উপজেলা পরিষদের নির্বাচন হলে গোয়াইনঘাট উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদকে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হন সিলেট জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও নন্দিরগাওঁ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী।
২০১৪ সালে ৪র্থ উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী বীরমুক্তি যোদ্ধা লুৎফুর রহমান লেবুকে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করে দ্বিতীয় বারের মতো আব্দুল হাকিম চৌধুরী উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন। ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করায় আব্দুল হাকিম চৌধুরী উপজেলা পরিষদ নির্বাচন থেকে সরে দাড়ান। উপজেলার সাধারণ ভোটাররা মনে করেন আব্দুল হাকিম চৌধুরী ৫ম উপজেলা পরিষদ নির্বাচন থেকে সরে না দাঁড়ালে তিনি পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হওয়ার সম্ভাবনা ছিল।
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সিলেটের গোয়াইনঘাট উপজেলায় আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশীরা হলেন- সিলেট জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ; যিনি ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে স্বতন্ত্র প্রার্থী শাহআলম স্বপনকে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করে গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।
গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অবিভক্ত আলীরগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বর্তমান পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ গোলাম কিবরিয়া হেলাল; যিনি ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন।
সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি, পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীরমুক্তি যোদ্ধা লুৎফুর রহমান লেবু। গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নন্দীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল। সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও অবিভক্ত আলীরগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম মোহাম্মদ আনোয়ার শাহাদাত, গোয়াইনঘাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের মুক্তি যোদ্ধা বিষয়ক সম্পাদক বীরমুক্তি যোদ্ধা আব্দুল হক, গোয়াইনঘাট উপজেলা যুবলীগের আহবায়ক ফারুক আহমদ। অবিভক্ত লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সিলেট জেলা বিএনপির সাবেক সহসভাপতি লুৎফুর রহমান খোকন। গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও সিলেট জেলা বিএনপির কোষাধ্যক্ষ (যুগ্ম সম্পাদক পদমর্যাদা) শাহআলম স্বপন।
এছাড়া আরও আছেন গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন ও গোয়াইনঘাট উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন।
এ ব্যাপারে গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম বলেন, ‘‘আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করলে আমাদের দলের প্রার্থী থাকবে। দলের সিদ্ধান্তের বাহিরে আমরা কেহ নয়।’’
গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলাম কিবরিয়া হেলাল বলেন, ‘‘৫ম উপজেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ আমাকে দলীয় মনোনয়ন দেন। ওই নির্বাচনে আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্তের বাহিরে দুইজন বিদ্রোহী প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করায় দলীয় প্রার্থীর পরাজিত হন।’’
এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার