Daily Jalalabadi

  সিলেট     সোমবার, ১৮ই নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ  | ৩রা অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

দক্ষিণ সুরমায় হোটেলে অসামাজিক কাজ, নারীসহ আটক ৯

admin

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৪ | ০৪:১৩ অপরাহ্ণ | আপডেট: ২২ এপ্রিল ২০২৪ | ০৪:১৩ অপরাহ্ণ

ফলো করুন-
দক্ষিণ সুরমায় হোটেলে অসামাজিক কাজ, নারীসহ আটক ৯

স্টাফ রিপোর্টার:
সিলেটের দক্ষিণ সুরমার একটি অবাসিক হোটেলে অসামাজিক কর্মকান্ডে লিপ্ত থাকার অভিযোগে ৯ নারী-পুরুষকে আটক করেছে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (২১ এপ্রিল) রাত এগারোটার দিকে মহানগরীর দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্বর সংলগ্ন হোটেল তিতাস প্রকাশিত হোটেল সাগর এন্ড রেস্ট হাউজ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে ৬ জন পুরুষ এবং ৩ জন নারী।

আটককৃতরা হলো- সিলেটের ফেঞ্চুগঞ্জ থানার কটালপুর উত্তরপাড়া এলাকার ফারুক মিয়ার ছেলে জাকারিয়া (২১), গোয়াইনঘাট থানার সালুটিকর নোয়াগাও (পূর্বপাড়া) এলাকার ফারুক মিয়ার ছেলে রাসেল আহমদ (১৯), কানাইঘাট থানার দর্পনগর পূর্ব এলাকার আতাউর রহমানের ছেলে আব্দুল হামিদ (২২), বিয়ানীবাজার থানার মোহাম্মদপুর এলাকার আফতাব আলীর ছেলে রুহুল আমিন (২৮), জামালপুর জেলার সরিষাবাড়ী থানার বাসুরিয়া এলাকার মো. আব্দুল সালামের ছেলে মো. নাসির উদ্দিন (২৭), সিলেটের এয়ারপোর্ট থানার ছালিয়া এলাকার মৃত সফর আলীর ছেলে মো. সুলেমান (২৯), জামালপুর জেলার সদর থানার গুরাদাব বাজার এলাকার মো. ইউনুস আলীর মেয়ে মীনা বেগন (৩৫), ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানার কলাপাড়া, দাফুনিয়া এলাকার মৃত আমির খানের মেয়ে লিজা আক্তার (৩০) ও সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার ভাংগাবাড়ি এলাকার নজরুল ইসলামের মেয়ে রিমি আক্তার (৩০)।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

 

আটককৃতদের বিরুদ্ধে মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে নিয়মিত মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় পুলিশ।

 

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন