Daily Jalalabadi

  সিলেট     রবিবার, ১৭ই নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ  | ২রা অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

সিলেটের ৩ উপজেলায় জামানত হারালেন যারা

admin

প্রকাশ: ২২ মে ২০২৪ | ০৭:৫৪ অপরাহ্ণ | আপডেট: ২২ মে ২০২৪ | ০৭:৫৪ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটের ৩ উপজেলায় জামানত হারালেন যারা

স্টাফ রিপোর্টার:
সদ্য সম্পন্ন হওয়া ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোটযুদ্ধে সিলেটের তিন উপজেলায় ৩৭ প্রার্থী অংশগ্রহণ করেন। এতে সিলেট জেলার তিন উপজেলায় নতুন মুখ বিজয়ী হয়েছেন।

নির্বাচনে জামানত হারানোর তালিকায় রয়েছেন ১৩ জন। নির্বাচনি আইন অনুযায়ী, সংশ্লিষ্ট আসনে প্রদত্ত ভোটের ৮ ভাগের ১ ভাগ না পেলে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়।

কোম্পানীগঞ্জ :
কোম্পানীগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন সহ মোট ১২ প্রার্থী নির্বাচনে অংশ নেন। এর মাধ্য জামানত হারিয়েছেন ৩ জন।

ভাইস চেয়ারম্যান প্রার্থী হওয়া ৩ জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে। উড়োজাহাজ প্রতীকে নির্বাচন করা সাংবাদিক আবিদুর রহমান, টিউবওয়েল প্রতীকে নির্বাচন করা অ্যাডভোকেট আবদুল্লাহ আল হেলাল ও তালা প্রতীকে নির্বাচন করা মো. ইকবাল হোসেনের জামানত বাজেয়াপ্ত হয়েছে।

গোয়াইনঘাট :
গোয়াইনঘাট উপজেলায় চেয়ারম্যান পদে ২ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন সহ মোট ৮ প্রার্থী নির্বাচনে অংশ নেন। এর মাধ্য জামানত হারিয়েছেন ১ জন।

ভাইস চেয়ারম্যান প্রার্থী হওয়া ১ জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে। মাইক প্রতীক নিয়ে নির্বাচন করা সংবাদ কর্মী ইসলাম আলীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।

 

জৈন্তাপুর :
জৈন্তাপুর উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৮ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন সহ মোট ১৭ প্রার্থী নির্বাচনে অংশ নেন। এর মাধ্য জামানত হারিয়েছেন ৯ জন।

চেয়ারম্যান প্রার্থী হওয়া ৩ জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে। দোয়াত কলাম প্রতীক নিয়ে নির্বাচন করা জাতীয় পার্টির এম ইসমাইল আলী আশিক, ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচন করা কামাল আহমদ ও মোটরসাইকেল প্রতীক নিয়ে নির্বাচন করা হোসেইন আহমদের জামানত বাজেয়াপ্ত হয়েছে।

ভাইস চেয়ারম্যান প্রার্থী হওয়া ৫ জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে। টিয়া পাখি প্রতীক নিয়ে নির্বাচন করা আব্দুল খালিক, বৈদ্যুতিক বাল্ব প্রতীক নিয়ে নির্বাচন করা আওয়ামী লীগ নোত আব্দুল হক, উড়োজাহাজ প্রতীক নিয়ে নির্বাচন করা নজরুল ইসলাম, তালা প্রতীক নিয়ে নির্বাচন করা আওয়ামী লীগ মাসুক উদ্দীন ও মাইক প্রতীক নিয়ে নির্বাচন করা জাতীয় পার্টির নেতা মোঃ বশির উদ্দিনের জামানত বাজেয়াপ্ত হয়েছে।

মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হওয়া ১ জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে। সেলাই মেশিল প্রতীকে নির্বাচন করা সিলেট জেলা যুব মহিলা দলের সাংগঠনিক সম্পাদক পলিনা রহমানের জামানত বাজেয়াপ্ত হয়েছে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন