স্টাফ রিপোর্টার:
প্রচার শেষ হয়েছে, অপেক্ষা কেবল ভোটের । শেষ সময়ের হিসাব-নিকাশ মেলাতে ব্যস্ত প্রার্থী ও তাঁদের কর্মীরা। একটিমাত্র রাত পোহানোর অপেক্ষা। আগামীকাল বুধবার অনুষ্ঠিত হবে বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচন। ভোট গ্রহণের সব প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন করেছে স্থানীয় প্রশাসন। ক্ষমতাসীন দল আওয়ামীলীগ, প্রতিদ্বন্দ্বী প্রার্থী, তাঁদের কর্মী-সমর্থক, সাধারণ মানুষসহ সবার নজর এখন ভোটের দিকে। অবশ্য অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন।
বিয়ানীবাজার উপজেলায় চেয়ারম্যান পদে ৯জন, ভাইস চেয়ারম্যান পদে ৯জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে আরোও ৪ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। এরা হচ্ছেন বিয়ানীবাজারে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান আবুল কাশেম পল্লব, সভাপতি আতাউর রহমান খান, সাধারণ সম্পাদক দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল, জেলা আওয়ামীলীগের সদস্য আব্দুল বারী ও মোহাম্মদ জাকির হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন, বিয়ানীবাজার সরকারি কলেজের প্রভাষক মো: জহির উদ্দিন, লাউতার সাবেক ইউপি চেয়ারম্যান গৌছ উদ্দিন ও যুক্তরাজ্য প্রবাসী মো: জাকির হোসেন সুমন প্রতিদ্বন্ধিতা করছেন। ভাইস চেয়ারম্যান পদে সাবেক ছাত্রলীগ নেতা আশরাফুল হক রুনু, সায়দুল ইসলাম, লায়ন সুহেল আহমদ রাসেদ, সাবেক ফুটবলার জামাল আহমদ, উলামা মাশায়েখ মনোনিত মাওলানা আব্দুল্লাহ আল মামুন, জসিম উদ্দিন, পলাশ আফজাল, সাবেক ছাত্রলীগ নেতা খালেদুর রহমান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাসিনা আক্তার, জেসমিন নাহার, রুমানা আফরোজ ও জাহানারা বেগম সাদিয়া।
আর মাত্র কয়েকঘন্টা পর ভোট। কি হচ্ছে ভোটের ফলাফল, এ নিয়ে এখনই টেনশনে প্রার্থীরা। শেষ মূহুর্তের জরিপে, চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী আলোচনায় রয়েছেন।
সূত্র জানায়, স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ভোটের দিন ভোটকেন্দ্র ও কেন্দ্রের বাইরে চার স্তরের নিরাপত্তাবলয় গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। মূল সড়কে তল্লাশি ও টহল জোরদার করা হয়েছে।
ভোটের দিন সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। কর্মজীবিদের কেউ কেউ বলেছেন, পরিবেশ ভালো থাকলে ভোট দেবেন। আবার কারও কারও ভোট দেওয়া নয়, পরিবারের সঙ্গে সময় কাটানোই মূল উদ্দেশ্য।
রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, বিএনপিবিহীন নির্বাচনে ভোটারদের কেন্দ্রে নেওয়া বড় চ্যালেঞ্জ। তবে বিয়ানীবাজারে প্রার্থী সংখ্যা বেশী হওয়ায় ভোটার উপস্থিতি বাড়তে পারে বলে বলছেন কেউ কেউ।
ভোট বর্জন করা দল বিএনপি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভোটকেন্দ্রে না যেতে প্রচারণা চালিয়ে যাচ্ছে।
এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার