Daily Jalalabadi

  সিলেট     রবিবার, ১৭ই নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ  | ২রা অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

গোলাপগঞ্জে বন্যায় ভেসে গেছে ১২ হাজার কৃষকের স্বপ্ন

admin

প্রকাশ: ৩০ জুন ২০২৪ | ০২:২৪ অপরাহ্ণ | আপডেট: ৩০ জুন ২০২৪ | ০২:২৪ অপরাহ্ণ

ফলো করুন-
গোলাপগঞ্জে বন্যায় ভেসে গেছে ১২ হাজার কৃষকের স্বপ্ন

গোলাপগঞ্জ সংবাদদাতা:
গোলাপগঞ্জে বন্যায় ভেসে গেল প্রায় ১২ হাজার কৃষকের স্বপ্ন। মাঠের সবুজ ধান আর সবজি ফসল পানিতে ভেসে যাওয়ার পাশাপাশি কৃষকের স্বপ্নও ভেসে গেছে পানিত। ফলে এখন মাথায় হাত পড়েছে তাদের। বর্তমানে আউশ ধান, বীজতলা, বীজতলা ও সবজি পানিতে ভেসে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৫০ কোটি টাকার। এখন কিভাবে আবার ঘুরে দাড়াবে-এমন টেনশন তাদের মধ্যে।

খোজ নিয়ে জানাযায়, গত কয়কদিন থেকে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে তলিয়ে গেছে উপজেলার নিম্নাঞ্চল এলাকাগুলো। সেইসাথে পানিতে তলিয়ে যায় কৃষকের বীজতলা। অথৈ পানিতে আউশ ধান, বীজতলা ও সবজি ফলস তলিয়ে গেছে পানিতে। ফলে পুরোপুরি নষ্ট হয়ে যায় ধান ও ফসল।

চলতি বন্যায় উপজেলার ঢাকাদক্ষিণ, ভাদেশ্বর, সদর, লক্ষণাবন্দ, আমুড়া, লক্ষীপাশা, শরীফগঞ্জ সহ ১১টি ইউনিয়নের কয়েক হাজার কৃষকদের ফলানো ১৮১৯হেক্টর আউশ ধানের মধ্যে ১৬২৫ হেক্টর আউশ ধান বন্যায় আক্রান্ত হয়েছে। এতে পুরোপুরি নষ্ট হয়ে গেছে ১৩৮০ হেক্টর আউশ ধান। এতে কৃষকের ক্ষয়ক্ষতি হয়েছে ১৭ কোটি ৭৩ লক্ষ ১৭হাজার ৬শ টাকা। এতে প্রায় ১০ হাজার কৃষকের পড়েছে মাথায় হাত। ১৬৮ হেক্টর আউশ ধানের বীজতলা একেবারে পানির নীচে তলিয়ে গেছে। এতে ৯২ লক্ষ ৪০ হাজার টাকা ক্ষতিগ্রস্থ হয়েছে। ৫৩২ হেক্টর সবজি ফসলের মধ্যে ৫১৯ হপক্টর সবজি পানিতে তলিয়ে গেছে। এতে ক্ষয়ক্ষতি হয়েছে ১৬ কোটি ৫০ লক্ষ ৪২ হাজার টাকা। সব মিলিয়ে এবারের বন্যায় ১১ হাজার ৪৫৬জন কৃষকের ক্সতি হয়েছে ৪৪ কোটি ১৩ লক্ষ ৯৭হাজার ৬শ টাকা। সব হারিয়ে এখন ব্যকুল কৃষকরা।

অনেক কৃষক ঋণ করে এবং ব্যাংক থেকে লোন নিয়ে কৃষি ক্ষেত করেছিলেন। কিন্ত বন্যায় তাদের সব পানিতে ভেসে যাওয়ায় তাদের চোখেমুখে অখন অমানিষার ঘোর অন্ধকার। তারা কিভাবে আবার ঘুরে দাড়াবেন এমন টেনশন তাদের মধ্যে। জানতে চাইলে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাশরেফুল আলম শনিবার নলেন, চলতি বন্যায় অর্থাত ১৪তেকে ২৪জুন পর্যন্ত ১০দিনে পানিতে তলিয়ে গেছে কৃষকের বীজতলা, আউশ ধান ও সবজি। এতে ক্ষতি হয়েছে প্রায় ৪৫কোটি টাকা। আমরা এ পর্যন্ত ২০০জন কৃষককে বীজ ও সার দিয়েছি। আমি ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা করে উধর্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছি, দেখা যাক কি হয়।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন