Daily Jalalabadi

  সিলেট     রবিবার, ১৭ই নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ  | ২রা অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ভারতীয় চিনির আরেকটি বড় চালান জব্দ

admin

প্রকাশ: ১৫ জুলাই ২০২৪ | ০৬:৫২ অপরাহ্ণ | আপডেট: ১৫ জুলাই ২০২৪ | ০৬:৫২ অপরাহ্ণ

ফলো করুন-
ভারতীয় চিনির আরেকটি বড় চালান জব্দ

স্টাফ রিপোর্টার:
সিলেটে আবারও পৃথক অভিযানে ৪৪৫ বস্তা ভারতীয় চোরাই চিনি উদ্ধার করেছে পুলিশ। যার আনুমানিক বাজারমূল্য ২৬ লাখ ৭০ হাজার টাকা। এসময় আটক হয়েছে চার চোরাকারবারি।

আটককৃতরা হলেন- মুসলিম উদ্দিন (২২), জসীম উদ্দিন (৩৮), আক্তার উদ্দিন(২৪) ও আমান উল্লাহ (২২)।

সোমবার (১৫ জুলাই) বিকেলে সিলেট জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা সম্রাট তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা পুলিশ জানায়, ১৫ জুলাই জকিগঞ্জ উপজেলার ১নং বারহাল ইউনিয়নে নিজগ্রাম থেকে ৫৮ বস্তা চিনি জব্দ করা হয়। এসময় আটক হন তিনজন। এরআগে ১৪ জুলাই রাত আটটায় জেলার গোয়াইনঘাট থানা পুলিশের গোপন সংবাদের ভিত্তিতে ২নং পশ্চিম জাফলং ইউনিয়নের দক্ষিণ প্রতাপপুর গ্রামের দুটি বসতঘর থেকেপ্রথমে ৯৮ বস্তা পরে আরও ২৮৯ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করে পুলিশ। এসময় আটক হন আমান উল্লাহ।

আটককৃতদের বিরুদ্ধে আইনগত পক্রিয়া চলছে বলে জানিয়ে সিলেট জেলা পুলিশ।

এরআগে ১৩ জুলাই জেলার জৈন্তাপুর উপজেলায় পৃথক পৃথক অভিযান করে ৭৯৫ বস্তা ভারতীয় চোরাই চিনি উদ্ধার করে সিলেট জেলা পুলিশের গোয়েন্দা পুলিশ। যার আনুমানিক বাজারমূল্য ৪৫ লাখ ৭৯ হাজার ২০০ টাকা।

প্রসঙ্গত- সিলেট মহানগর পুলিশের অভিযানে ভারতীয় চোরাই চিনির বড় বড় চালান নিয়মিত আটক করা হলেও সিলেট জেলা পুলিশের এটি সম্প্রতিক সময়ের সবচেয়ে অভিযান। যদিও সিলেট মহানগর পুলিশ যেসব অভিযানে বড় বড় চিনির চালান আটক করছে সেগুলো জেলা পুলিশের অধীনে সীমান্ত উপজেলাগুলোর সড়ক ব্যবহার করে শহরে ডুকে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন