Daily Jalalabadi

  সিলেট     রবিবার, ১৭ই নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ  | ২রা অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বিয়ানীবাজারে সক্রিয় হচ্ছে সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটি

admin

প্রকাশ: ৩১ জুলাই ২০২৪ | ০৬:৫৬ অপরাহ্ণ | আপডেট: ৩১ জুলাই ২০২৪ | ০৬:৫৬ অপরাহ্ণ

ফলো করুন-
বিয়ানীবাজারে সক্রিয় হচ্ছে সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটি

বিয়ানীবাজার সংবাদদাতা:

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে এক যুগ পর ফের সক্রিয় করা হচ্ছে ‘সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটি’কে। এ উপলক্ষে বুধবার সকালে উপজেলা প্রশাসনের সভাকক্ষে কমিটির জরুরী সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার কাজী শামীম বলেন, সন্ত্রাসী ও নাশকতাকারীদের প্রতিরোধ করতে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। কেবল সরকার কিংবা আইনশৃংখলা বাহিনী নাশকতা দূর করতে পারবেনা। সমাজের সকল মানুষকে এক্ষেত্রে এগিয়ে আসতে হবে। উপজেলা কমিটির সভায় আলোচনা করে ইউনিয়ন কমিটিগুলো গঠন করা প্রয়োজন বলেও মনে করেন তিনি।

বিয়ানীবাজার উপজেলা প্রশাসন আহুত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন খান, সহকারি কমিশনার (ভূমি) কাজী শারমিন নেওয়াজ, স্বাস্থ্য কর্মকর্তা ডা: মনিরুল হক খান, কৃষি কর্মকর্তা লোকমান হেকিম, পুলিশ পরিদর্শক (তদন্ত) লুৎফুর রহমান, ইউপি চেয়ারম্যান তুতিউর রহমান তোতা, চেয়ারম্যান জহুর উদ্দিন, চেয়ারম্যান দেলোওয়ার হোসেন, জেলা আওয়ামীলীগের সদস্য জাকির হোসেন প্রমুখ।

উল্লেখ্য, বিতর্ক এড়াতে যাচাই-বাছাই সাপেক্ষে কমিটিতে জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, মুক্তিযোদ্ধা, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিক্ষক, অভিভাবক, ধর্মীয় গুরু, মসজিদের ইমাম, সাংবাদিক, উদ্যমী যুবক ও শিক্ষার্থীসহ পরিচ্ছন্ন ইমেজের ব্যক্তিদের রাখতে বলা হয়েছে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন