সংবাদ বিজ্ঞপ্তি:
সিলেটের গোলাপগঞ্জ মডেল থানার নতুন অফিসার ইনচার্জ মীর মুহাম্মদ আব্দুন নাসেরের সাথে সৌজন্যসাক্ষাৎ করেছেন খেলাফত মজলিস নেতৃবৃন্দ।
শনিবার (১৭ আগস্ট) সন্ধ্যায় উপজেলা খেলাফত মজলিসের সভাপতি হাফিজ মাওলানা আব্দুল আহাদ ও সেক্রেটারী আব্দুর রাজ্জাকের নেতৃত্বে খেলাফত মজলিস ও ইসলামী ছাত্র মজলিসের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সাক্ষাতকালে গোলাপগঞ্জ উপজেলার আইনশৃঙ্খলার উন্নয়নে খেলাফত মজলিসসহ সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সহযোগিতা চান নবাগত অফিসার ইনচার্জ।
গোলাপগঞ্জকে মাদকমুক্ত করতে আলেম সমাজসহ সর্বস্তরের নাগরিককে নিয়ে তিনি কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। বিশেষ করে গত ৪ ও ৫ আগস্ট গোলাপগঞ্জে সংঘটিত ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রকৃত দূষিদের আইনের আওতায় নিয়ে আসতে সর্বাত্মক সহযোগিতা চান।
এসময় খেলাফত মজলিস নেতৃবৃন্দ উপজেলার আইনশৃঙ্খলার উন্নয়ন এবং উপজেলাকে মাদকমুক্ত করতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। এছাড়া গত ৪ ও ৫ আগস্ট যাদের ইন্ধনে শান্ত গোলাপগঞ্জকে অশান্ত করে ৭ জনকে শহীদ করা হয়েছে, তাদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান এবং প্রকাশ্যে যারা অস্ত্র নিয়ে সাধারণ শিক্ষার্থীদের উপর ঝাঁপিয়ে পড়েছিল তাদের চিহ্নিত করে সর্বোচ্চ শাস্তি প্রদান ও অস্ত্র উদ্ধারের জোর দাবি জানান।
সাক্ষাতকালে উপস্থিত ছিলেন- উপজেলা খেলাফত মজলিসের সহসভাপতি মাওলানা আব্দুস সালাম, মাওলানা বুরহানুদ্দিন, অর্থ সম্পাদক মাইনুদ্দিন লিটন, ঢাকাদক্ষিণ ইউনিয়ন খেলাফত মজলিসের সভাপতি ও উপজেলা যুব মজলিসের আহবায়ক মাহবুব আহমদ শাহনুর, বাঘা ইউনিয়ন খেলাফত মজলিসের সেক্রেটারী ও উপজেলা যুব মজলিসের সদস্য সচিব শিপার আহমদ, ঢাকাদক্ষিণ ইউনিয়ন খেলাফত মজলিসের সেক্রেটারী মঞ্জুর আহমদ, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস গোলাপগঞ্জ পৌর সভাপতি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছাদিকুর রহমান প্রমুখ।
এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার