Daily Jalalabadi

  সিলেট     শনিবার, ১৬ই নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ  | ১লা অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বিয়ানীবাজার জামায়াতে ইসলামীর সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়

admin

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৪ | ০১:২৫ অপরাহ্ণ | আপডেট: ২৬ আগস্ট ২০২৪ | ০১:২৫ অপরাহ্ণ

ফলো করুন-
বিয়ানীবাজার জামায়াতে ইসলামীর সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়

বিয়ানীবাজার সংবাদদাতা:
বিয়ানীবাজার উপজেলা ও পৌর জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের সাথে মত বিনিময় সভা করেছেন প্রেসক্লাব নেতৃবৃন্দ। সভায় দেশের বর্তমান উদ্বুদ রাজনৈতিক পরিস্থিতিতে বিয়ানীবাজার উপজেলায় সম্প্রীতি বজায় রাখা ও একটি স্থিতিশীল পরিস্থিতি ফিরিয়ে নিয়ে আসার উপর গুরুত্বারোপ করা হয়। রবিবার বিকেলে বিয়ানীবাজার প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ফয়জুল ইসলাম। তিনি বলেন, অতীতের রাজনৈতিক সৌহাদ্যপূর্ণ পরিবেশ গত সরকারের সময়ে নষ্ট করা হয়েছে। দেশে কোন গণতান্ত্রিক পরিবেশ ছিলনা। ছাত্র-জনতার অভ্যূথ্থানের মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশ ফিরে পেয়েছেন দেশের মানুষ। এই বাংলাদেশকে নতুন করে সাজাতে হবে। তিনি বলেন, বিগত সময়ে রাজনৈতিক দলের উপজেলা পর্যায়ের প্রধানরা অনেক সহনশীল ছিলেন। অথচ এখন সেই সহাশীলতা লোপ পেয়েছে।

বিয়ানীবাজার প্রেসক্লাব’র সিনিয়র সহ সভাপতি এম হাসানুল হক উজ্জ্বলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মিলাদ মো. জয়নুল ইসলামের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমীর ও সাবেক ইউপি চেয়ারম্যান আবুল খায়ের, বর্তমান নায়েবে আমীর মোস্তফা উদ্দিন, পৌর জামায়াতের আমীর কাজি জমির হোসাইন, ইউপি চেয়ারম্যান দেলোওয়ার হোসেন ও জামেয়া ইসলামীয়ার প্রধান শিক্ষক রুকন উদ্দিন।

সভায় সাংবাদিক নেতৃবৃন্দ বিয়ানীবাজারের ভাতৃপ্রতীম সম্পর্ক বজায় রাখার উপর গুরুত্বরোপ করেন। তারা সাংবাদিক-রাজনৈতিক নেতৃবৃন্দের সৌহার্দপূর্ণ সম্পর্কের প্রতিও দৃষ্টিপাত করেন। রাজনৈতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ সম্প্রতি দায়ের হওয়া বিয়ানীবাজারের ৫ জন সাংবাদিককে মিথ্যা মামলা থেকে অব্যাহতি প্রদানে সংশ্লিষ্টদের প্রতি প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবী এবং সহযোগীতা কামনা করেন। এ সময় জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন। তারা সাংবাদিকদের রাজনৈতিক দূর্বৃত্তায়ন থেকে বের হওয়ার আহবান জানান।

 

এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি ও কলাম লেখক আতাউর রহমান, ইত্তেফাক প্রতিনিধি ও সিনিয়র সাংবাদিক আব্দুল খালিক, প্রেসক্লাবের সহ-সভাপতি হাসান শাহরিয়ার, যুগ্ম সম্পাদক শাহীন আলম হৃদয় ও মাসুম আহমদ, কোষাধ্যক্ষ মুকিত মোহাম্মদ, প্রেসক্লাব সদস্য ও দিনকাল প্রতিনিধি মো: জহির উদ্দিন, সংগ্রাম প্রতিনিধি আব্দুল হামিদ, কবি ও সাংবাদিক সাদিক হোসেন এপলু, আমাদের সময় প্রতিনিধি সামিয়ান হাসান,
আমার সংবাদ প্রতিনিধি জসীম উদ্দিন, এসআরআই টিভির সাকের আহমদ, বিয়ানীবাজার জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি এম এ ওমর, সাধারণ সম্পাদক আমিনুল হক দিলু, এসআরআই টিভির রুহেল আহমদ প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন