বিয়ানীবাজার সংবাদদাতা:
বিয়নীবাজারে বিএনপি নেতৃবৃন্দের সাথে সমসাময়িক বিষয় নিয়ে মতবিনিময় সভা করেছে স্থানীয় প্রেসক্লাব। রবিবার বিকেলে প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত নেতৃবৃন্দ বিয়ানীবাজারের ভাতৃপ্রতীম সম্পর্ক বজায় রাখার উপর গুরুত্বারোপ করেন। তারা সাংবাদিক-রাজনৈতিক নেতৃবৃন্দের সৌহার্দপূর্ণ সম্পর্কের প্রতিও দৃষ্টিপাত করেন। রাজনৈতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ সম্প্রতি থানায় দায়ের হওয়া বিয়ানীবাজারের ৫ জন সাংবাদিককে মিথ্যা মামলা থেকে অব্যাহতি প্রদানে সংশ্লিষ্টদের প্রতি প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া ও সহযোগীতার অনুরোধ জানান।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি নজমুল হোসেন পুতুল বলেন, রাজনৈতিক দর্শনে কল্যাণমুখি আদর্শ থাকতে হবে। আর এই কল্যাণ কেবল রাজনৈতিক নেতাদের ধারা সহজ হবেনা। দেশের সকল পেশার মানুষ সমাজ সচেতন ও দেশপ্রেমে উদ্বুদ হলে বাংলাদেশ বৈষম্যহীন একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হবে। তখন প্রকৃত পক্ষে দেশ থেকে সকল অপশক্তি পালিয়ে যাবে। তিনি আরোও বলেন, বিএনপি প্রতিহিংসায় বিশ্বাস করেনা। আমরা প্রতিহিংসার শিকার কাউকে হতে দিবোনা। এ সময় সাংবাদিকদের উপর দায়ের হওয়া মামলা প্রত্যাহারেও প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন তিনি।
বিয়ানীবাজার প্রেসক্লাব’র সিনিয়র সহ সভাপতি এম হাসানুল হক উজ্জ্বলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মিলাদ মো. জয়নুল ইসলামের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির শিশু বিষয়ক সম্পাদক সিদ্দিক আহমদ, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক আবু নাসের পিন্টু, সহ-স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক এনাম উদ্দিন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুছ ছবুর। সভায় বিএনপি নেতৃবৃন্দের মধ্যে আরোও উপস্থিত ছিলেন পৌর বিএনপির যুগ্ম সম্পাদক নজমুল হোসেন, সাংগঠনিক সম্পাদক তাজ উদ্দিন কুটি, প্রচার সম্পাদক হোসেন আহমদ হুসু, উপজেলা শ্রমিক দলের সভাপতি আলী হাসান, সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক সাইফুর রহমান, পৌর বিএনপি নেতা গুলজার আহমদ রাহেল, যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক আক্তার হোসেন অনিক ও বিএনপি নেতা কামরুজ্জামান।
সভায় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দাসউরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আতাউর রহমান, ইত্তেফাক প্রতিনিধি ও সিনিয়র সাংবাদিক আব্দুল খালিক, প্রেসক্লাবের সহ-সভাপতি হাসান শাহরিয়ার, যুগ্ম সম্পাদক শাহীন আলম হৃদয় ও মাসুম আহমদ, কোষাধ্যক্ষ মুকিত মোহাম্মদ, সদস্য আবুল হাসান, প্রেসক্লাব সদস্য ও দিনকাল প্রতিনিধি মো: জহির উদ্দিন, আমার সংবাদ প্রতিনিধি জসীম উদ্দিন, এসআরআই টিভির সাকের আহমদ, বিয়ানীবাজার জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি এম এ ওমর, সহ-সভাপতি সাদিক হোসেন এপলু, সাধারণ সম্পাদক আমিনুল হক দিলু, এসআরআই টিভির রুহেল আহমদ প্রমুখ।
প্রসঙ্গত, গত ২০শে আগস্ট জনৈক নারী বাদী হয়ে বিয়ানীবাজার প্রেসক্লাবের সভাপতি সজীব ভট্রাচার্য, সিনিয়র সাংবাদিক আব্দুল ওয়াদুদ, সাংবাদিক ছাদেক আহমদ আজাদ, সাংবাদিক মিসবাহ উদ্দিন ও অপর আরেক সাংবাদিকের বিরুদ্ধে একটি রাজনৈতিক মিথ্যা মামলা (নং ৪/৮২, তাং ২০ আগস্ট ২০২৪ইং) দায়ের করেন। ওই মামলার বিষয়বস্তুর সাথে উল্লেখিত সাংবাদিকদের কোন সংশ্লিস্টতা নেই।
এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার