Daily Jalalabadi

  সিলেট     শনিবার, ১৬ই নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ  | ১লা অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বিয়ানীবাজারে গোলাবশাহ যুব সংঘ’র উদ্যোগে ইমাম-মুয়াজ্জিনগনকে অর্থ সহায়তা

admin

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৪ | ০৭:৪১ অপরাহ্ণ | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৪ | ০৭:৪১ অপরাহ্ণ

ফলো করুন-
বিয়ানীবাজারে গোলাবশাহ যুব সংঘ’র উদ্যোগে ইমাম-মুয়াজ্জিনগনকে অর্থ সহায়তা

বিয়ানীবাজার সংবাদদাতা:
বিয়ানীবাজার পৌরশহরের কসবা-খাসা গ্রামের যুবকদের উদ্যোগে গঠিত গোলাবশাহ যুব সংঘ’র আত্মপ্রকাশ হয়েছে। শুক্রবার বর্ণাঢ্য অনুষ্ঠানমালার মধ্য দিয়ে অনুষ্ঠিত আত্মপ্রকাশে নতুন কমিটির সভাপতি হিসেবে রোটারিয়ান ছালেখ হোসেন এবং সাধারণ সম্পাদক পদে মো: ফয়েজ আহমদের নাম ঘোষণা করা হয়। ৬৯ সদস্য বিশিষ্ট কমিটির নেতৃবৃন্দ স্থানীয় যুবকদের ঐক্যবদ্ধ করে কসবা-খাসা গ্রাম তথা পৌর এলাকার জনপদ আলোকিত করতে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

নতুন কমিটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে কসবা-খাসা গ্রামের সকল মসজিদের ইমাম-মুয়াজ্জিনগণকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। এছাড়াও উভয় গ্রামের সকল মরহুমগণের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শুরুতে কসবা ত্রিমুখি বাজারে কসবা-খাসা ওয়েলফেয়ার ট্রাস্ট-ইউকের পৃষ্টপোষকতায় স্থাপিত স্মরণ-৭১-এ শহীদ এবং বীর মুক্তিযোদ্ধাগণের সম্মানে শ্রদ্ধার্ঘ অর্পণ করেন সংগঠনের সকল পর্যায়ের সদস্য, গ্রামের মুরব্বীয়ান ও অতিথিবৃন্দ।

পরবর্তীতে আলোচনা সভায় কসবা-খাসা গ্রামের মুরব্বী মজির উদ্দিন মনাই’র সভাপতিত্বে এবং সংগঠনের উদ্যোক্তা সদস্য মারুফ আহমদ, আরাফাত হোসেন ও আহমদ এহসানুল কাদিরের যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শিক্ষাবিদ ও উপজেলার সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব আলী আহমদ। তিনি বলেন, যুবকরা সমাজের চালিকাশক্তি। তারা সকল অচলায়তন অপসারণ করতে পারে। সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন গোলাবশাহ সমাজকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক সদস্য নজরুল হোসেন। তিনি বলেন, গোলাবশাহ যুব সংঘের মাধ্যমে এতঞ্চলের ঐক্য আরো সৃদৃঢ় হল। যুবকরা ঐক্যবদ্ধ থেকে কসবা-খাসা গ্রামের শৃংখলা আরো দৃঢ় করবে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ মুজিবুর রহমান, পঞ্চখন্ড হরগোবিন্দ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাছিব জীবন, সহকারি শিক্ষক কবির আহমদ, পৌরসভার প্যানেল মেয়র ছায়ফুল আলম ঝুনু, কসবা-খাসা গ্রাম কমিটির সদস্য হুমায়ুন কবির আকিল, আরমান আলী, তাজ উদ্দিন, আব্দুল মতিন, সাহাব উদ্দিন, আব্দুল কুদ্দুছ মজনু, গোলাবশাহ সমাজকল্যাণ সংস্থার কোষাধ্যক্ষ মছমন উদ্দিন আহমদ, সদস্য হাবীবুর রহমান, জেলা জজ আদালতের আইনজীবি এড. আবুল কাশেম, গোলাবশাহ ইমামবাড়ি হাফিজিয়া মাদ্রাসার সম্পাদক সাইফুল ইসলাম নিপু, সাবেক কাউন্সিলার সাহাব উদ্দিন, ত্রিমুখি বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ছাদ উদ্দিন ও বিয়ানীবাজার বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের শিক্ষক খালেদ আহমদ।

কসবা ত্রিমুখি বাজার কমপ্লেক্সে দুপুর ২ টায় শুরু হওয়া আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন বিয়ানীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও গোলাবশাহ যুব সংঘের উদ্যোক্তা সদস্য মিলাদ মো. জয়নুল ইসলাম। কোরআন তেলাওয়াত করেন শরিফুল ইসলাম সোহান।

এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রোটারী ক্লাবের সাবেক সভাপতি কামাল হোসেন, গোলাবশাহ যুব সংঘের সভাপতি ছালেখ হোসেন, সাধারণ সম্পাদক ফয়েজ আহমদ, সহ-সভাপতি সাব্বির আহমদ প্রমুখ।

উন্মুক্ত আলোচনা পর্বে বিভিন্ন বিষয়ে কথা বলেন মুফতি আব্দুল ক্বারীম হাক্কানী, আবু তাহের সাজু ও করিম আহমদ প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন