স্টাফ রিপোর্টার:
বিয়ানীবাজারে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় রুহেল আহমদ (৩৮) নামের এক ব্যবসায়ী আহত হওয়ার ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মামলার অপর আসামীরা পলাতক রয়েছেন। শনিবার দুপুরে ঘুঙ্গাদিয়া এলাকায় নিজ বাড়ির অদূরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে তার উপর হামলা চালানো হয়। এ ঘটনায় আহত ব্যবসায়ীর ভাই সুহেল আহমদ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।
মামলায় ঘুঙ্গাদিয়া গ্রামের মৃত সুরমান আলীর ছেলে আবুল কালাম বাবলু (৪০), মৃত হাছন আলীর ছেলে খালেদ আহমদ (৩৫), মৃত নূর উদ্দিনের ছেলে তানভির আহমদ ((৩০), হাছন আলীর ছেলে আব্দুস শুকুর (৪২), মৃত সুরমান আলীর ছেলে হামিদুল হক (৬০), মৃত নূর উদ্দিনের ছেলে মাহিন আহমদ (২৭), মৃত ছফর উদ্দিন কটইর ছেলে আব্দুল গণি (৩২), মৃত হাছন আলীর ছেলে বাদল আহমদ জাহিদ (৪৪), হামিদুল হকের হানিফ আহমদ (২৩), মৃত ছফর উদ্দিন কটইর ছেলে তানিম আহমদ (২৩) ও আবু তাহের ((২১), মৃত সুরমান আলীর ছেলে আবু হোসেন (৩৮)সহ ১৬ জনকে এজাহারনামীয় আসামী করা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা বিয়ানীবাজার থানার উপ-পুলিশ পরিদর্শক মাহমুদুল হাসান খান জানান, মামলায় এজহার নামীয় ২জনকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। বাকী আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।
ব্যবসায়ী রুহেল আহমদ মৃত আব্দুল কুদ্দুসের ছেলে। তিনি বিয়ানীবাজার পৌরশহরের একাধিক প্রতিষ্টানের স্বত্ত্বাধিকারী।
এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার