Daily Jalalabadi

  সিলেট     রবিবার, ১৭ই নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ  | ২রা অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

তারা ইয়াবা আনতেন করিমগঞ্জ থেকে, বিক্রি করতেন সিলেটের পর্যটন এলাকায়

admin

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৩ | ০৬:১১ অপরাহ্ণ | আপডেট: ০৫ নভেম্বর ২০২৩ | ০৬:১১ অপরাহ্ণ

ফলো করুন-
তারা ইয়াবা আনতেন করিমগঞ্জ থেকে, বিক্রি করতেন সিলেটের পর্যটন এলাকায়

স্টাফ রিপোর্টার:
দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ সিলেটের কানাইঘাট থেকে দুজনকে আটক করেছে পুলিশ। রবিবার (৫ নভেম্বর) সকাল পৌনে ১০টার দিকে থানাপুলিশের একটি দল কানাইঘাট থানাধীন চতুল বাজারের সিএনজি অটোরিকশা স্ট্যান্ড থেকে এ দুজনকে আটক করে।

আটকরা হলেন- ঢাকা জেলার ধামরাই থানার বৈন্যা পশ্চিমপাড়া গ্রামের সুনীল চন্দ্র শীলের ছেলে সুমন চন্দ্র শীল (৩৬) ও সিলেটের গোয়াইনঘাট উপজেলার ছৈলাখেল ৮ম খন্ড (কৈকান্দিরপাড়) গ্রামের মজনু মিয়ার ছেলে আশিক মিয়া (২০)।

তারা দুজন মোটরসাইকেল করে ২ হাজার পিস ইয়াবা নিয়ে আসছিলেন।

জিজ্ঞাসাবাদে তারা পুলিশকে জানায়- দীর্ঘদিন যাবৎ জকিগঞ্জের ভারতীয় সীমান্তবর্তী করিমগঞ্জ এলাকা হতে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে গোয়াইনঘাটের জাফলং পর্যটন এলাকায় বিক্রয় করে আসছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তথ্যগুলো এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছেন জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার মো. সম্রাট তালুকদার।

এই সংবাদটি পড়া হয়েছে : 994 বার

শেয়ার করুন