স্টাফ রিপোর্টার:
সরকার পতনের এক দফা দাবিতে বিরোধী জোটের ষষ্ঠ দফায় ডাকা ৪৮ ঘণ্টা অবরোধের আজ শেষ দিন । আজ বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকালে সিলেট নগরীর বিভিন্ন সড়কে যানচলাচল ছিল স্বাভাবিক দিনের মতো। এদিকে বিএনপি আজ নতুন কর্মসূচি ঘোষণা দিতে পারে বলে জানা গেছে।
ষষ্ঠ দফায় ডাকা ৪৮ ঘণ্টা অবরোধের শেষ দিনে সিলেট নগরীতে তেমন একটা প্রভাব লক্ষ করা যায়নি। সকাল বেলা থেকে নগরীতে যানবাহনের চাপ দেখা গেছে। তবে বাস টার্মিনাল থেকে দূরপাল্লার বাস তেমন ছাড়েনি।
এদিকে, সিলেট নগরীর বিভিন্ন এলাকায় কয়েকটি ঝটিকা মিছিল করেছে বিএনপি ও এর সহযোগী অঙ্গসংগঠন।
যে-কোনো ধরণের পরিস্থিতি মোকাবেলায় সড়ক-মহাসড়কে ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনীর সরব উপস্থিতি।
এদিকে সরকার পতনের এক দফা দাবিতে ৪৮ ঘণ্টার অবরোধের শেষদিন আজ বিকালে নতুন কর্মসূচি ঘোষণা করবে বিএনপি। দলটির দায়িত্বশীল নেতারা জানিয়েছেন, শুক্র, শনি বিরতি দিয়ে রবিবার থেকে ফের অবরোধ কর্মসূচির ঘোষণা আসতে পারে।
এই সংবাদটি পড়া হয়েছে : 994 বার