Daily Jalalabadi

  সিলেট     রবিবার, ১৭ই নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ  | ২রা অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

সিলেট বিয়ানীবাজারের ইসকন মন্দিরে কী ঘটছে

admin

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৩ | ০৬:২৩ অপরাহ্ণ | আপডেট: ০৫ ডিসেম্বর ২০২৩ | ০৬:২৩ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেট বিয়ানীবাজারের ইসকন মন্দিরে কী ঘটছে

স্টাফ রিপোর্টার:
বিয়ানীবাজার পৌরশহরের ইসকন মন্দিরে কী ঘটছে, তা নিয়ে রহস্য কাটছেনা। মন্দিরে অবস্থান নিয়ে দু’পক্ষের পাল্টাপাল্টি মহড়ায় উদ্বিগ্ন স্থানীয় বাসিন্দারা। সোমবার বিকেলে মন্দির থেকে বিতাড়িত ব্যক্তি ফের দলবল নিয়ে ইসকন মন্দিরে প্রবেশ করতে চাইলে অপরপক্ষ বাধা প্রদান করে। এতে উভয়পক্ষে বিরোধ তীব্র আকার ধারণ করেছে। খাসা গ্রামের পন্ডিতপাড়াস্থ শ্রীবাস অঙ্গনকে সনাতন ধর্মীয় সংগঠন ইসকন’ মন্দির হিসেবে ব্যবহার করছে।

মন্দিরের ভিতরে অনেক পূণ্যার্থী অবস্থান করলেও তারা কেউ মুখ খুলতে রাজি হয়নি। অতি স্পর্ষকাতর একটি ঘটনা নিয়ে মন্দিরে বিরোধের সূত্রপাত বলে বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে। তবে কী সেই ঘটনা তা নিয়ে রহস্য ক্রমেই দানা বাধছে।

জানা যায়, কয়েকমাস পূর্বে মন্দিরের ভিতরে নারীঘটিত অনাকাঙ্খিত একটি ঘটনা ঘটে। এই ঘটনায় মন্দিরের প্রধান সিদ্ধ গৌর ব্রক্ষ্মচারীকে বের করে দেন কর্তৃপক্ষ। ঘটনার পর থেকে তিনি মন্দিরে অবস্থান করতে পারেননি। এর জের ধরে সোমবার তিনি ইসকন মন্দিরে প্রবেশ করতে চাইলে অপর পক্ষ বাধা দেয়। একপর্যায়ে সিদ্ধ গৌর স্থানীয় সনাতন ধর্মীয় নেতাদের নিয়ে মন্দিরে জোরপূর্বক প্রবেশ করতে চাইলে দুইপক্ষে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে উভয়পক্ষকে থানায় নিয়ে আসে। সেখানে সনাতন ধর্মীয় নেতাদের হস্তক্ষেপে উভয়পক্ষ যেভাবে ছিলেন-সেভাবে থাকার মধ্যস্থতা হয়।

বিয়ানীবাজার প্রেসক্লাব সভাপতি সজীব ভট্রাচার্য বলেন, সিদ্ধ গৌর তার স্ত্রীকে নিয়ে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে মন্দিরে প্রবেশ করতে চাইলে অপর পক্ষ বাধা দেয়।

ইসকন মন্দিরে অবস্থানরত সেবায়েত পরিচয়দানকারী প্রণয় বিশ্বাস জানান, মন্দির থেকে বিতাড়িত সিদ্ধ গৌর দলবল নিয়ে জোরপূর্বক প্রবেশ করতে চাইলে আমরা বাধা দেই। কারণ ইসকনের উর্দ্বতন কর্তৃপক্ষ তাকে মন্দিরে প্রবেশ করতে বারণ করেছেন।

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবদুলাল ধর জানান, বিগত দিনে কি ঘটনা ঘটেছিল, তা আমার জানা নেই। তবে গতকালের ঘটনায় পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

এ বিষয়ে সিদ্ধ গৌর ব্রক্ষ্মচারী জানান, বিষয়টি ইসকনের উর্দ্বতন কর্তৃপক্ষের কাছে সমাধানের জন্য আছে। তারা সমাধানের পূর্ব পর্যন্ত আমি কোন বক্তব্য দিতে পারবোনা।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন