Daily Jalalabadi

  সিলেট     সোমবার, ১৮ই নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ  | ৩রা অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

সিলেটে নতুন গ্যাস স্তরের সন্ধ্যান, দৈনিক মিলবে ৮০ লক্ষ ঘনফুট

admin

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৪ | ১১:২৯ পূর্বাহ্ণ | আপডেট: ২৮ জানুয়ারি ২০২৪ | ১১:২৯ পূর্বাহ্ণ

ফলো করুন-
সিলেটে নতুন গ্যাস স্তরের সন্ধ্যান, দৈনিক মিলবে ৮০ লক্ষ ঘনফুট

স্টাফ রিপোর্টার:
গ্যাস অনুসন্ধানের চলমান প্রক্রিয়ায় বড় সুখবর নিয়ে এলো সিলেটের রশিদপুর-২নং গ্যাস কূপ। ওয়ার্কওভারের মাধ্যমে এখানে নতুন গ্যাস স্তরের সন্ধান পাওয়া গেছে। যার পরিমাণ প্রায় ১৫৭ বিলিয়ন ঘনফুট, এবং বর্তমান বাজার মূল্য প্রায় ১০ হাজার ৬৭০ কোটি টাকা।

আশা করা হচ্ছে , আগামী ১০ দিনের মধ্যে এখান থেকে দৈনিক ৮০ লক্ষ ঘনফুট হারে গ্যাস জাতীয় গ্রীডে সরবরাহ করা সম্ভব হবে।

শনিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ তার ফেসবুকে পেইজে এই তথ্য জানান।

তিনি বলেন, ‘তেল-গ্যাস অনুসন্ধানে শেখ হাসিনা সরকারের অগ্রাধিকার আগামীতে বাংলাদেশের জন্য আরও বড় সুসংবাদ বয়ে আনবে আশা করি।’

এই সংবাদটি পড়া হয়েছে : 995 বার

শেয়ার করুন