স্টাফ রিপোর্টার:
সিলেটে পৃথক অভিযানে ভারতীয় ও বাংলাদেশি রসুনসহ বিভিন্ন ধরণের ১ কোটি ২০ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।
বুধবার ও বৃহস্পতিবার (২৩ ও ২৪ অক্টোবর) সিলেট এবং সুনামগঞ্জ সীমান্তবর্তী এলাকায় সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি’র অভিযানে এসব ভারতীয় চোরাচালান জব্দ করা হয়।
৪৮ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান (পিএসসি) এক বিজ্ঞপ্তিতে জানান- ৪৮ বিজিবি’র আওতাধীন সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় বুধবার ও বৃহস্পতিবার অভিযান চালিয়ে ৫৪ পিস লেহেঙ্গা, ২২ পিস ভারতীয় শাড়ী, ২৮ পিস সানগ্লাস, ২ হাজার ১৫৯ পিস সাবান, ৩৭৮ পিস এলোভেরা জেল, ১৯১ বোতল মদ, ১০০ পিস ইয়াবা ট্যাবলেট, মহিন্দ্রা ট্রাক্টর-১ টি, ২ টি মোটরসাইকেল, ৪৯৬ কেজি বাংলাদেশী রসুন এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা-১১ টিসহ অন্যান্য ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে।
এসবের আনুমানিক মূল্য ১ কোটি ২০ লাখ ৬৬ হাজার ৩৭০ টাকা। জব্দকৃত মালামাল পরে স্থানীয় কাস্টমস কার্যালয়ে জমা দেওয়া হয়।
এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার