Daily Jalalabadi

  সিলেট     সোমবার, ১৮ই নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ  | ৩রা অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

সিলেট আলীয়া মাঠে নারীদের ঢল

admin

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৩ | ০১:২৯ অপরাহ্ণ | আপডেট: ২০ ডিসেম্বর ২০২৩ | ০১:২৯ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেট আলীয়া মাঠে নারীদের ঢল

স্টাফ রিপোর্টার:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের জনসভায় যোগ দিতে নেতাকর্মীদের ঢল নামছে সিলেট সরকারী আলীয়া মাদরাসা মাঠে।

বুধবার (২০ ডিসেম্বর) সকাল থেকেই দলে দলে মিছিল করে জনসভায় যোগ দিচ্ছেন নেতাকর্মীরা। এর মধ্যে নারী নেতাকর্মীদের বড় একটি অংশের উপস্থিতি লক্ষ্য করা গেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের উপস্থিতি বাড়ছে। সিলেট বিভাগের বিভিন্ন জেলা-উপজেলা থেকে আসছেন তারা।

এর মধ্যে নারী নেতাকর্মীদের উপস্থিতি লক্ষণীয়। দলের সভানেত্রীকে দেখতে ও তার বক্তব্য শুনতে তারা উদগ্রীব হয়ে আছেন। নারী নেতাকমীদের ভাষ্য, প্রধানমন্ত্রী দেখার জন্য এখানে এসেছেন তারা। এবং আগামী দিনে সিলেটের উন্নয়নের তিনি কি প্রতিশ্রুতি কি দেন তারা সেই বিষয়গুলো শুনবেন।

তারা বলেন, ইতোমধ্যে দেশের উন্নয়নের অনেক কাজ করেছেন। বিশেষ করে নারীর ক্ষমতায়ন নিয়ে তিনি অনেক পদক্ষেপ নিয়েছেন।সেইজন্য নেত্রীকে এক নজড় সরাসরি দেখতে চান। এ ছাড়া দলের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিলে সিলেট যেন মিছিলের নগরীতে পরিণত হয়েছে। লিফলেট বিতরণ, স্লোগানে-মিছিলে নৌকার প্রচারণা চালাচ্ছেন নেতাকর্মীরা।

এদিকে, দ্বাদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের জনসভায় যোগ দিতে সিলেটে পৌঁছেছেন দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করেন তিনি।

সিলেটে পৌছার পরে হজরত শাহজালাল (র:) মাজার যাচ্ছেন বলে জানা যায়। তারপর শাহপরাণ (র.) মাজার জিয়ারত শেষে সিলেট সার্কিট হাউসে যাবেন তিনি। সেখানে দুপুরের খাবার শেষে বেলা আড়াইটা থেকে ৩টার ঐতিহাসিক আলীয়া মাদরাসা মাঠের নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী বক্তব্য রাখার কথা রয়েছে।

এদিকে, জনসভায় আসা লোকদের জন্য প্রায় দুই লাখ পিস ‘আধা লিটার’ খাবার পানির বোতলের ব্যবস্থা করেছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। এ ছাড়া জনসভায় সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষে সিলেটজুড়ে কড়া নিরাপত্তা দেখা গিয়েছে। বুধবার (২০ ডিসেম্বর) সকাল থেকেই সিলেট নগরীর বিভিন্ন পয়েন্টে নিরাপত্তাবাহিনীর সরব উপস্থিতি রয়েছে।

এছাড়া সমাবেশস্থলের চারপাশে বাঁশ দিয়ে শক্ত বেষ্টনী গড়ে তোলা হয়েছে। নেতাকর্মীদের সমাবেশস্থলে ঢোকার জন্য পৃথক লেন তৈরি করা হয়েছে। মাঠে আওয়ামী লীগের নেতাকর্মীরা আসতে শুরু করেছেন। রিকাবীবাজার পয়েন্ট থেকে নেতাকর্মীরা জনসভাস্থলের দিকে আসছেন। মাঠে প্রবেশের সময় নেতাকর্মীদেরকে চেক করে অনুমতি দেওয়া হচ্ছে।

এদিকে, সকাল ৮ থেকেই সিলেটের জিন্দাবাজার, আম্বরখানা, চৌহাট্রা পয়েন্ট গাড়ি চলাচল বন্ধ রাখা হয়েছে। সেইসব পয়েন্টে বাঁশের ব্যরিকেডও দেখা গেছে।

এই সংবাদটি পড়া হয়েছে : 998 বার

শেয়ার করুন